পেশোয়ার: ফের শিখ (Sikh) সম্প্রদায়ের এক ব্যবসায়ীকে খুন। গত ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় খুনের ঘটনায় তোলপাড় পাকিস্তানের (Pakistan) পেশোয়ার (Peshwar)। প্রায় ১৫ হাজার শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই জায়গায়। যাদের মধ্যে অধিকাংশই মানুষই ব্যবসার সঙ্গে যুক্ত। শনিবার পাকিস্তানের পেশোয়ার কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতি এক শিখ (Sikh) ব্যক্তিকে গুলি করে খুন করে বলে জানা গিয়েছে। পাকিস্তানে ‘সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের’ ওপর ‘টার্গেট হামলার’ এটাই সর্বশেষ ঘটনা।
পেশোয়ার পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনমোহন সিংহ। পেশোয়ারের রশিদগড়হি বাজারের কাছেই একটি দোকান চালাতেন তিনি। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী মনমোহনের পিছু নেয়। দোকান থেকে কিছুটা দূরে পথ আটকায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ দোকানির।
আরও পড়ুন: Weather Update | বর্ষার জলতরঙ্গ বঙ্গ জুড়ে, মৌসুমি বায়ু সক্রিয় দেশে
পুলিশ আরও জানিয়েছে, মনমোহন সিংকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৪৮ ঘণ্টায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শুক্রবার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন এক শিখ ব্যক্তি।
প্রসঙ্গত, মার্চ মাসে অজ্ঞাত হামলাকারীরা শহরের এক শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। প্রায় ১৫ হাজার শিখ সম্প্রদায়ের মানুষ পেশোয়ারে বাস করেন। গত বছরের সেপ্টেম্বরে পেশোয়ারে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে এক প্রখ্যাত শিখ চিকিৎসক নিহত হন। এদিকে ২০১৮ সালের শুরুতে শিখ সম্প্রদায়ের একজন বিশিষ্ট সদস্য চরণজিৎ সিংকে পেশোয়ারেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুন করে। এর দু’বছর পর ২০২০ সালে এক সংবাদ মাধ্যমের সঞ্চালক বিন্দর সিং খুন হন। ২০১৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জাতীয় পরিষদের সদস্য সুরেন সিংও পেশোয়ারে নিহত হন।