কলকাতা: পুরুলিয়ার (Purulia) আদ্রায় নিহত তৃণমূল নেতা (Killed TMC Leader) ধনঞ্জয় চৌবের দাদাকে ফোন করে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose Governor of West Bengal)। শনিবার আনন্দ চৌবেকে ফোন করে ভাই ধনঞ্জয়ের মৃত্যু নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তিনি চৌবে পরিবারকে সব রকমের আর্থিক সাহায্য করবেন বলে জানান। একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর দেন, যেখানে তাঁদের ব্যাংক অ্য়াকাউন্ট নম্বর দেওয়ার কথা জানান রাজ্যপাল। তদন্তে বিষয়টি তিনি নিজে দেখবেন বলে আশ্বাস দেন মৃত তৃণমূল নেতার পরিবারকে।
বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আদ্রার তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। ধনঞ্জয়কে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে রঘুনাথপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ড পরই রণক্ষেত্র হয়ে ওঠে পুরুলিয়ার (Purulia)আদ্রা। পরিবার সূত্রে, রাজভবন থেকে ফোন গিয়েছিল ধনঞ্জয় চৌবের পরিবারের কাছে। রাজ্যপাল চৌবে পরিবারের সঙ্গে কথা বলতে চান বলে জানানো হয়েছিল।
রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল ধনঞ্জয়ের দাদাকে ফোন করে তাঁদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পুলিশ প্রশাসনের তরফে পদক্ষেপ করা হচ্ছে কি না, ধনঞ্জয়ের দাদার কাছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল। নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকা দিয়েছেন রাজ্যপাল। এই ঘটনায় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন অভিযুক্তেরা যাতে কোনও ভাবেই ছাড় না পায়। কমিশনের কাছে একটি রিপোর্টও চাওয়া হয়েছে। রাজভবনে ওই রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যপাল।