কলকাতা: পাঁচ বছর পর রাজ্যে ফের বাদ্যি বেজেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023)। আগামী ৮ জুলাই রাজ্যে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় ও দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। আর মাত্র ১৫ দিন বাকি, এই হাইভোল্টেজ নির্বাচন সব রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ। সবদলই নিজেদের ক্ষমতার ধ্বজা উড়াতে পারে সেই দিকে লক্ষ্য স্থির করে লড়াইয়ের ময়দানে নামছে। এবার কোমর বেঁধে পঞ্চায়েত ভোটের প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে তৃণমূলনেত্রীর নির্বাচনী প্রচার। উত্তর ঘুরে শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচারে যাবেন তিনি। পাশাপাশি প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
দিন যত এগোচ্ছে তত উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। শাসক-বিরোধী কোনও দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আগামী সপ্তাহেই কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার পর্ব শুরু করতে চলেছেন মমতা। তৃণমূল সূত্রের খবর, আগামী সোমবার কোচবিহারে প্রথম জনসভা করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, সেখান থেকেই আসন্ন পঞ্চায়েত ভোটে প্রচার করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, কোচবিহারে সব মমতার বাড়তি নজরর থাকবে গোটা উত্তরবঙ্গের দিকেও। কারণ গত লোকসভা ভোট খুবই খারাপ ফল করেছিল তৃণমূল। বিধানসভা ভোটেও হোঁচট খেয়েছিল শাসকদল। পঞ্চায়েতে সাধারণ মানুষের মন ফেরাতে তৎপর তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Narendra Modi in US | মোদির সামনে ভারতে কাটানো ছেলেবেলা নিয়ে নস্ট্যালজিক আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
ভোটের আগে সময় নষ্ট করতে নারাজ তৃণমূল। উত্তরবঙ্গে কোচবিহারে প্রচারের জন্য আগামী সপ্তাহ থেকে প্রচারে নামছেন খোদ তৃণমূল নেত্রী। রবিবারই কোচবিহারে পৌঁছে যাবেন মমতা। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির মাল-এও একটি সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে বেশ কয়েকটি নির্বাচনী সভা করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও জেলার ৫০ নেতার একটি তালিকা তৈরি করেছে তৃণমূল। ইতিমধ্যেই জেলায় প্রচারও শুরু করে দিয়েছেন সেই সব নেতারা। ২০ জুন থেকে তাঁরা প্রচারে নামবেন বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে।
রাজ্যের একের পর এক নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেলবন্দি। পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসকদলের অস্বস্তি বেড়ে বইকি। দলের অন্দরে দলীয় কর্মী ও নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে শাসকদল নিয়ে একাধিক অভিযোগও সামনে এসেছে। পঞ্চায়েত ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। টানা দুমাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সেই কর্মসূচি শেষ হয়েছে।