কলকাতা : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী। তবে, স্বস্তি দিচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। যা আগের থেকে সামান্য বেড়েছে। গত একদিনে মারা গিয়েছেন ৯ জন। টানা দু’দিন ধরে মৃতের সংখ্যা ১০ এর নিচেই রয়েছে।
আরও পড়ুন – সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯ হাজার ৭৪২
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৪ শতাংশে। তবে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং এবং উত্তর ২৪ পরগণা। এই দুই জেলা আক্রান্তের তালিকায় প্রথম এবং দ্বিতীয়। গত একদিনে দার্জিলিংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এছাড়াও জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৬১ জন। পূর্ব মেদিনীপুরে ৬০ জন এবং কলকাতায় ৫৫ জন।
আরও পড়ুন – করোনার ধাক্কা কুটির শিল্পেও
মৃতের তালিকায় শীর্ষে রয়েছে হুগলি জেলা। গত ২৪ ঘণ্টায় হুগলীতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। নদিয়াতে ২ জন। তবে, আক্রান্তের তালিকার শীর্ষে দার্জিলিং থাকলেও সেখানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ জন। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জেলাতেও করোনায় প্রাণ হারিয়েছেন ১ জন করে।
রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৭৯৬ জন। যা আগের থেকে বেশ খানিকটা কম। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫,২৩,৬৩৯ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৮ হাজার ৭৩ জন।