ওয়াশিংটন: আমি মোদির ভক্ত। বললেন টেসলা মালিক এলন মাস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিউইয়র্কে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, মোদির ভক্ত আমি। ভারতের জন্য তিনি ঠিক কাজ করে চলেছেন। মোদি ভারতের কথা ভাবেন এবং টেসলা যাতে ভারতে বিনিয়োগ করে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদির তিনদিনের মার্কিন সফরের আজ প্রথম দিন। প্রথম দিনেই টেসলা মালিকের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে মাস্ক ভারতে বিনিয়োগের বিষয়ে ঘোষণা করেন। আগামী বছর বিনিয়োগ নিয়ে বিচার-বিবেচনা করতে নয়াদিল্লিতে আসবেন মাস্ক।
সাংবাদিকদের মাস্ক বলেন, ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই উৎসাহিত। আমি মনে করি, বিশ্বের যে কোনও বড় দেশগুলির মধ্যে ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। নতুন কোম্পানি খোলার বিষয়ে মোদি অনেক উৎসাহী। মোদির সঙ্গে তাঁর বৈঠক নিয়ে টেসলার শীর্ষ কর্তা বলেন, অসাধারণ! তিনি আরও বলেন, বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা খুব শীঘ্রই ভারতে বিনিয়োগ করবে। তিনি এর আগেও ভারতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহপ্রকাশ করেছিলেন বলে জানান মাস্ক। এই বৈঠক নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, আমাদের মধ্যে বহুমুখী আলোচনা হয়েছে। শক্তি-পরিকাঠামো থেকে আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
Great meeting you today @elonmusk! We had multifaceted conversations on issues ranging from energy to spirituality. https://t.co/r0mzwNbTyN pic.twitter.com/IVwOy5SlMV
— Narendra Modi (@narendramodi) June 21, 2023
মাস্ক ছাড়াও মোদি এদিন দেখা করেন জ্যোতির্পদার্থ বিজ্ঞানী নিল ডিগ্রাস টাইসনের সঙ্গেও। তিনিও ভারতে উজ্জ্বল ভবিষ্যতের কথা জানান প্রধানমন্ত্রীকে। এমনকী বেশ কিছু কোম্পানির মালিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, শিক্ষাবিদ, স্বাস্থ্য পরিকাঠামো বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মোদির মার্কিন সফর নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসও। তাদের কথায়, আমেরিকার মতো ভারতও প্রাণশীল গণতন্ত্র। দ্বিপাক্ষিক সম্পর্কের কাজ এই সফর আরও এগিয়ে নিয়ে যাবে।