কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশেরে পর কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে তৎপরতা শুরু হল রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। মঙ্গলবার দুপুরে কমিশনের কর্তারা দফায় দফায় বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, কমিশন প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও দেওয়া হচ্ছে।
এদিকে পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) কেন্দ্রীয় বাহিনী নামানোর যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাকে স্বাগত জানিয়েছে সব বিরোধী দল। তবে তাদের বক্তব্য কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো করে বসিয়ে রাখা চলবে না। পাশাপাশি কমিশন প্রতিজেলার জন্য মাত্র ১ কোম্পানি বাহিনী মোতায়েনের যে কথা ভাবছে তারও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী নেতারা। তাদের বক্তব্য এক একটি জেলায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোনও কাজই হবে না। এদিন কমিশনের বৈঠকে বাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের হাতে এখন কত বাহিনী আছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কত বাহিনী চাওয়া যেতে পারে তা নিয়ে কথা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | ৭২ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির অপসারণ চাইলেন হুমায়ুন
সোমবারই কমিশনের অফিস থেকে বেরোনোর সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, সুপ্রিম কোর্টে যা নির্দেশ দেবে তারপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এরপরই মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করবে না। রাজ্যের সর্বত্র অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থেই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সায় দেয়। সুপ্রিম কোর্ট তাদের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিয়েছে। হাইকোর্ট নির্দেশই বহাল থাকল শীর্ষ আদালতে। ভোটে রাজ্যের প্রতিটি জেলায় কোন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।