বহরমপুর: পঞ্চায়েতে দলীয় প্রার্খী এবং প্রতীক বিলি নিয়ে মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল তুঙ্গে উঠল। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জেলার সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায়ের অপসারণ দাবি করলেন মঙ্গলবার। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে না সরালে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন জেলার এই দাপুটে বিধায়ক। জেলা পার্টি অফিসে বসে তাঁর হুঁশিয়ারি, দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কত পুলিশ আছে। এখানেই শেষ নয়, হুমায়ুন কবীর জেলা সভাপতিকে তোলাবাজ বলেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, টিকিট বিলির নামে তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন। তৃণমূলের নাম করে মুর্শিদাবাদ জেলা থেকে কোটি কোটি টাকা লুঠ হতে আমি দেব না। সেটা রুখবই। তার জন্য জীবন দিতেও পিছপা হব না। হুমায়ুনের এই অভিযোগ নিয়ে অবশ্য শাওনির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর আগে হুমায়ুন এবং জেলার আরও তিন তৃণমূল বিধায়ক প্রার্থী নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন সাংবাদিক বৈঠক ডেকে। এদিন তৃণমূলের জেলা দফতরে বসে হুমায়ুন বাছা বাছা বিশেষণ ব্যবহার করে বিঁধলেন জেলা সভাপতি শাওনিকে। তিনি বলেন, সাহস থাকলে শাওনি অফিসে আসুন। আমি বসে আছি। সব সামনাসামনি ফয়সালা হয়ে যাক।
আরওপড়ুন: Calcutta High Court | ভোট নিয়ে লাফালাফি! বহু মানুষের চাকরি নেই, আদালতের ভর্ৎসনা মুখে বাম-কংগ্রেস
বিক্ষুব্ধ বিধায়ক বলেন, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে সরাতেই হবে। না হলে বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে যে ধরনের আচরণ করে, আমরাও তাই করব। দেখি শাওনির সঙ্গে কত মানুষ আছে, আর হুমায়ুনের সঙ্গে কত মানুষ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ৭২ ঘণ্টার মধ্যে শাওনিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেব।
হুমায়ুন প্রতীক বিলি নিয়ে বহরমপুরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও একহাত নেন। তিনি বলেন, গতকাল মলয় ঘটক আমাকে ৭১ জনের প্রতীক দেওয়ার কথা বলে যান। আজ আমি মাত্র ২৫ টি প্রতীক পেয়েছি। তারপর থেকে মলয় ঘটক ফোন ধরছেন না। জেলা সভাপতিও ফোন বন্ধ করে রেখেছেন। কেন মন্ত্রী মলয় ঘটক কথা দিয়েও কথা রাখলেন না, প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হুমায়ুন বলেন, সেটা আমি কী করে বলব। মলয় ঘটককে জিজ্ঞাসা করুন।
ভরতপুরের বিধায়ক বলেন, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, তাঁর প্রশাসন যেন নিরপেক্ষ আচরণ করে। তিনি নির্দলদের হয়ে প্রচার চালাবেন। আমিও করিম চৌধুরীর মতো মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার প্রশাসন নিরপেক্ষ থাকুক। আমি এই জেলার নির্দলদের হয়ে প্রচার করব। আগামিকালই আমি সালারে দশ হাজার লোকের মিছিল করব নির্দলদের সমর্থনে। দেখব, কার কত শক্তি, আমার না শাওনির।