আজকালকার দিনের আমরা যেকোনও কাজের জন্য ভরসা রাখি টেকনোলজিতে (Technology) । সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া , প্রতিদিনের খুঁটি নাটিতে কোনও কোনও ভাবে জড়িয়ে থাকে টেকনোলজি। কিন্তু এই টেকনোলজি আমাদের যতটা এগিয়ে দিয়েছে, সেই সঙ্গে বেশ খানিকটা বিপদেও ফেলেছে। তার মধ্যে অন্যতম হল স্মার্টফোন (Smart Phone) । এই স্মার্টফোন থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে তথ্য চুরি করছে হ্যাকাররা। সম্প্রতি রিয়েলমি ফোনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে।
তাই এবার নিজের ফোনের সমস্ত তথ্য চুরি ঠেকাতে ফোনের কিছু সেটিংসে বদল আনুন।আপনার ফোনে ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন। চলুন দেখে নেওয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন, কারণ এটি বাই-ডিফল্ট টার্ন অন করা থাকে ফোনে।
আরও পড়ুন: Heatwave| Health Minister | দেশব্যাপী তাপপ্রবাহ, বিশেষ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর