তিরুঅনন্তপুরম: রাজ্যের ভগবান বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনই দাবি করে সুবিশাল ফ্লেক্স টাঙান হল মন্দিরের সামনে। যা ঘিরে শুরু হল তীব্র বিতর্ক। চাপের মুখে খুলেও নেওয়া হল সেই ফ্লেক্স। তবে পিছু ছাড়েনি বিতর্ক।
আরও পড়ুন- বিহারের যুবক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধার বসিরহাটে
ঘটনাটি দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরলের। দক্ষিণ ভারতের ওই রাজ্যের মালাপ্পুরমের কাছে এক বিষ্ণু মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের একটি সুবিশাল ছবি সম্বলিত ফ্লেক্স টাঙানো হয়। সেই সঙ্গে ওই ফ্লেক্সে লেখা হয়েছিল, “আপনারা জানতে চেয়েছিলেন ভগবান কে? মানুষ জবাব দিয়েছেন, যিনি রুটি ও মাখন জোগান।”
আরও পড়ুন- অ্যালোপ্যাথি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য, রামদেবের বিরুদ্ধে মামলা
সরাসরি মুখ্যমন্ত্রীকেই ভগবান বলে দাবি করা হয়েছে ওই ফ্লেক্সে। তাও আবার বামপন্থী মুখ্যমন্ত্রীকে। ওই ফ্লেক্সের পাশে আরও একটি ফ্লেক্স টাঙানো হয়। যেখানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে তাঁর ক্যাবিনেটের সদস্যদেরকেও দেখা গিয়েছে। সেখানে লেখা হয়েছে, “নির্বাচনের পড়ে প্রমাণ হয়ে গিয়েছে যে ঈশ্বরও একজন বামপন্থী।”
আরও পড়ুন- অযোধ্যা মন্দিরে রাখা বিস্ফোরক! এক ফোনে ছুটল পুলিশ, বম্ব স্কোয়ার্ড
মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রিকে ভগবান বলে দাবি করা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই দেবী রূপে পুজো করে থাকেন। নরেন্দ্র মোদিকেও অনেক সাধু ভগবান বলে দাবি করেছিলেন। তবে বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ভগবান বলে তুলনা করায় শুরু হয়েছে বিতর্ক। সেই সঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়েছে ওই ফ্লেক্স ঘিরে।
আরও পড়ুন- নদী থেকে উদ্ধার হওয়া কালী মূর্তির পুজোয় মাতলেন গ্রামবাসীরা
চাপের মুখে ওই ফ্লেক্স সরিয়ে ফেলা হয়েছে। যদিও বিতর্ক পিছু ছাড়ছে না। কংগ্রেস নেতারা ওই ফ্লেক্স নিয়ে সিপিএমকে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে কে বা কারা ওই ফ্লেক্সগুলি টাঙিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। সিপিএম ওই ঘটনার দায় এড়িয়ে গিয়েছে। সরাসরি ওই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দল কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।