কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা মহারাষ্ট্র। উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বহু এলাকায় ধস নেমেছে। রবিবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) জানিয়েছে, ইতিমধ্যেই ধসের কারণে ৭৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৭ জন।
বন্যায় রায়গড়, রত্নগিরি এবং সাতারা জেলা মারাত্ত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেডারেল ফোর্সের (ডিজি) এস এন প্রধান জানিয়েছেন, এই এলাকায় উদ্ধারকার্য চলছে। তিনি উদ্ধারকার্যের আপডেটেড তথ্য ট্যুইটও করেছেন।
Details of landslide operations in Maharashtra @NDRFHQ @ Work #Committed2Serve🙏🏻🇮🇳🙏🏻 @HMOIndia @5Ndrf @PIBHomeAffairs @ANI @PTI_News @PIBMumbai pic.twitter.com/Yge4iBg3aV
— ѕαtчα prαdhαnसत्य नारायण प्रधान ସତ୍ୟ ପ୍ରଧାନ (@satyaprad1) July 25, 2021
এই তথ্য অনুযায়ী, এই বন্যায় মহারাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা রায়গড়। এই জেলার মহাদ, তহসিল, তালিয়াটতে মোট ৪৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৬ জন মত। এই তিন জেলায় মোট ৪৭ জন এখনও নিখোঁজ। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত মহারাষ্ট্রের পুনে ও কোঙ্কন এলাকায় প্রচণ্ড ভারী বর্ষণের ফলে মৃ্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১২। যার মধ্যে রায়গড় জেলারই ৫২ জন।
আরও পড়ুন – বন্যা বিপর্যস্ত মহারাষ্ট্রের পাশে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান
মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩১৩ জনকে বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যার মধ্যে পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার ৭৮ হাজার ১১১ জন। কোলাপুর জেলায় ৪০,৮৮২ জন। শনিবার বৃষ্টিপাত বেশ কিছুটা কম হলেও সাঙ্গলির কৃষ্ণা নদী এবং কোলাপুরের পাঁচগঙ্গা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।