কলকাতা: মনোনয়নপত্র (Nomination) পেশের দিন শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। সেই রাত থেকেই এবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিরোধী প্রার্থীদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের (TMC) বিরুদ্ধে। হাওড়ার লিলুয়া (Lilua), আসানসোলের সালানপুর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এই ধরনের ঘটনা ঘটেছে বলে খবর। অভিযোগ, সব ক্ষেত্রেই পুলিশ নিষ্ক্রিয়। শাসকদল অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। বিরোধী্রা মনোনয়ন পেশের দিন থেকেই বাধার কথা বলে আসছেন, তুলেছেন অশান্তির কথাও। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কাকদ্বীপে তৃণমূলের এক সভায় মন্তব্য করেন, এত শান্তিতে মনোনয়ন পর্ব আগে কখনও হয়নি। বিরোধীরা এত অশান্তির কথা বলছেন। সিপিএম আমলে শান্তি কোথায় ছিল?
হাওড়ার লিলুয়াতে চামড়াইল গ্রাম পঞ্চায়েতে বিরোধী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বৃহস্পতিবার রাত থেকেই হুমকি দেওয়া শুরু হয়েছে। ১৬৩ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন অপর্ণা বাইন। বৃহপ্সতিবার রাতে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেয় একদল যুবক। তাঁকে বলা হয়, এখানে তৃণমূল ছাড়া কিছু করা যাবে না। সিপিএমের প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। না করলে বাড়িঘর ভেঙে দেওয়া হবে। অপর্ণা অবশ্য একাই ওই যুবকদের সঙ্গে যুঝে গিয়েছেন। এই হুমকির ভিডি্যো লিলুয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও কলকাতা টিভি ডিজিটাল সেই ভিডিয়োর সত্যাতা যাচাই করেনি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | রাজ্যের অশান্তির রিপোর্ট গেল দিল্লিতে
হাওড়ার লিলুয়াতেই জগদীশপুর অঞ্চলে ৯২ নম্বর বুথ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সুপর্ণা সর্দার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই বুথের তৃণমূল প্রার্থীর স্বামী সুপর্ণার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। বলা হয়, প্রার্থীপদ প্রত্যাহার না করলে পরিবারের সকলকে দেখে নেওয়া হবে। ওই তৃণমূল নেতার ফোনে হুমকি দেওয়ার বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। পরিবার সহ বিজেপি প্রার্থী চুড়ান্ত আতঙ্কে রয়েছেন। তিনি হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক এবং স্থানীয় বিডিওকে লিখিত অভিযোগও করেন।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতে সন্তু হালদার এবং তাঁর স্ত্রী অপর্ণা হালদার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাই তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় শাসকদলের লোকজন। বাসন্তী থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এদিন হালদারদের বাড়ি যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি হুমকি দেন, এরপর এই পরিবারের উপর হামলা হলে বিজেপি ছেড়ে কথা বলবে না।
আসানসোলের সালানপুরে রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার রাতে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল গালিগালাজও করা হয়। অশোক জানান, সালানপুর ব্লকে সব বিরোধী প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আরমান অভিযোগ অস্বীকার করেন। শুধু সালানপুরই নয়, আসানসোলের জামুড়িয়া, বারাবনিতেও বিরোধী প্রার্থীদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।