দীর্ঘ আটবছর পর ফের বলিউডে কামব্যাক করেছেন পরিচালক প্রিয়দর্শন।সৌজন্যে নতুন ছবি ‘হাঙ্গামা ২’।দেশের বহু অভিনেতার মতো অক্ষয় কুমার এবং মালায়লম ছবির সুপারস্টার মোহনলালের দুরন্ত সাফল্যের পিছনেও রয়েছেন প্রিয়দর্শনই।তাঁর পরিচালনায় ‘হেরা ফেরি’,’গরম মশালা’,’ভুলভুলাইয়া’,’ভাগম ভাগ’-এর মতো ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অন্য পরিচয় তৈরি করেছেন খিলাড়ি কুমার।পাশাপাশি অনেক মালায়লম ছবিতে কাস্টিংয়ের সময় মোহনলালকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন।
দুজনের মধ্যে অনেক মিল খুঁজে পান ‘হেরাফেরি’-র পরিচালক।নতুন ছবি ‘হাঙ্গামা ২’ এর প্রমোশনে খোলামেলা আড্ডায় প্রিয়দর্শন জানালেন,অক্ষয় কুমার এবং মোহনলাল দুজনে নাকি খানিকটা একইরকম।কোনও ছবিতে কাস্টিং করলে দুজনের কেউই আগেভাগে ছবির গল্প নিয়ে কোনরকম প্রশ্ন করেন না।শুধুই সেটে এসে জিজ্ঞেস করেন, তাঁদের কি সিন রয়েছে।উভয়েরই তাঁর প্রতি অন্ধবিশ্বাস রয়েছে।পরিচালক প্রিয়দর্শনও সেই আস্থা রাখার চেষ্টা করেন সবসময়।‘ভবিষ্যতে কি তাঁর কোন ছবিতে একসঙ্গে দেখা যাবে অক্ষয় এবং মোহনলালকে?’ উত্তরে হাসতে হাসতে পরিচালক মশাই জানালেন,’ভালো প্ল্যান,এমনটা হলে কিন্তু মন্দ হয়না।’