কলকাতা: মনোনয়নে এগিয়ে তৃণমূল (TMC) । জেলায় জেলায় মনোনয়ন দাখিলের পালা শুরু হয়েছিল ৯ জুন থেকে। শেষ হওয়ার কথা আজ অর্থাৎ ১৫ জুন। রাজ্য কমিশনের রিপোর্ট অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই বিরোধীদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে ছিল শাসকদল। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে থেকে উঠে আসছিল গোষ্ঠীদ্বন্দের ছবি। সেই আবহে মনোনয়ন পর্বে প্রথম থেকে অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। ৯ জুন তৃণমূলে জমা পড়ে মাত্র ১৯৬টি মনোনয়ন। কিন্তু হাতে যখন বাকি মাত্র আর একদিন তখনই হঠাৎ বদলে যায় সেই পরিসংখ্যান। মনোনয়ন জমায় একলপ্তে সবাইকে পিছনে ফেলল তৃণমূল কংগ্রেস। বুধবারই শাসকদলের তরফে জমা পড়ল ৪০ হাজার ১৬৩ মনোনয়নপত্র। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথা মতো ‘শেষবেলায় বাজিমাত’।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি। গ্রাম পঞ্চায়েতে ১ লক্ষ ৩৭ হাজার ২৫টি, পঞ্চায়েত সমিতিতে ২২ হাজার ৬৪৮টি এবং জেলা পরিষদে ২ হাজার ৯৮২টি মনোনয়ন জমা পড়েছে। ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপি ৪৩ হাজার ৩০৮টি এবং সিপিএমের মোট ৩৮ হাজার ৩৯ টি মনোনয়ন জমা পড়েছে। শীর্ষে থাকা তৃণমূলের মনোনয়ন সংখ্যা ৪৯ হাজার ৪৯১। এর মধ্যে বুধবারই শাসক দলের ৪০ হাজার ১৬৩ মনোনয়ন জমা পড়েছে। সুতরাং শীর্ষে থাকা বিজেপি সিপিএমকে পিছনে ফেলে একলাফে শিরে পৌঁছে যায় শাসকদল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Alipurduar | আলিপুরদুয়ারে তৃণমূলে ভাঙন, দলবল নিয়ে পাসাং লামা কংগ্রেসে
রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই মনোনয়ন রেকর্ডে অবাক নয়। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, শেষ দিনেই সব দলকে ছাড়িয়ে যাবে তৃণমূল। শেষবেলায় বাজিমাত’করল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল।