বোলপুর: কেষ্টহীন বীরভূমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সিপিএমের প্রার্থীর বাড়িতে হামলা। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দূস্কৃতীদের বিরুদ্ধে। সিপিএম প্রার্থী আসিফা বিবি সহ তিন জন জখম। ইতিমধ্যেই সিপিএমের জখম কর্মীদের নিয়ে আসা হয়েছে বোলপুর হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, বীরভূমের বোলপুর ব্লকের সাত্তোর অঞ্চল এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজ চতুর্থ দিনে বোলপুর ব্লকের সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের হয়ে মনোনয়ন করেছিলেন প্রার্থী আসিফা বিবি। সিপিএমের অভিযোগ, শাসকদল মনোনয়ন প্রত্যাহার করার চাপ দিচ্ছিল তৃণমূল। মনোনয়ন প্রত্যাহার না করায়, তৃনমুল আশ্রিত দূস্কৃতীরা বাড়িতে চড়াও হয়। মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জখম হন তিনজন কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাত্তোরে।
এদিন ভাঙড়েও পুলিশকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও অফিসের কাছেই বিজয়নগর বাজার এলাকায় ৭০টি বোমাবাজি ও ৭ রাউন্ড গুলি চালানোরও অভিযোগ। আইএসএফ প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বিডিও অফিসে পৌঁছয় আইএসএফ প্রার্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের মনোনয়নকে ঘিরে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে আসছে। সকাল থেকেই একাধিক এলাকায় মনোনয়ন-সন্ত্রাসের ছবি উঠে আসছে। কোথাও মনোনয়নে বাধা, আবার কোথাও বিরোধীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের সামনেই বিরোধীদের মারধর করা হয়। এদিন ভাঙড়ে আইএসএফ কর্মীদের মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সামনেই মুড়ি মুড়কির মতো বোমাবৈজির অভিযোগ ওঠে। এমনকী ৭ রাউন্ড গুলিও চালানো হয়। পরিস্থিতি এতটাই উত্তেজিত যে, বেশকিছু এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা সহ দোষীদের শাস্তির দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী শিবির।