বিষ্ণুপুর: মনোনয়নকে (Nomination) ঘিরে সন্ত্রাস বন্ধ করার দাবিতে মহকুমা শাসকের দফতরের অদূরে ধরনারত মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ (Go Back) স্লোগান।
গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে তৈরী হওয়া সন্ত্রাস বন্ধের দাবিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরের অদূরে ধর্নায় এসে মহিলাদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারী মহিলারা সাংসদকে ঘেরাও করে ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন। মহিলারা সাংসদকে ঘিরে ১০০ দিনের কাজের টাকা ও আবাসের টাকার দাবি তুললেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | একমাসের সন্তান কোলে নিয়ে মনোনয়ন পেশ সিপিএম প্রার্থীর
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়ের ব্লকে বিরোধীদের মনোনয়ন করতে দিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল। এই অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার মনোনয়নের উপযুক্ত পরিবেশ তৈরীর দাবিতে বিষ্ণুপুর বাসস্ট্যাণ্ড এলাকায় ধর্ণা অবস্থানের ডাক দেন সাংসদ। সেই ধর্ণা অবস্থানের জন্য সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় হাজির হলেই বেশ কিছু মহিলা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি ওঠে ‘সৌমিত্র খাঁ গো ব্যাক’।
বিক্ষোভকারীদের দাবি, মাসের পর মাস একশো দিনের কাজ সহ আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন সেই টাকা ছাড়া হচ্ছে না তা সাংসদের কাছে জানতে চান মহিলারা। সাংসদের দাবি, বিক্ষোভকারী মহিলারা বিশেষ একটি রাজনৈতিক দলের। রাজনৈতিক উদ্যেশ্যেই তাঁকে এই ক্ষোভ দেখানো হয়।