নয়াদিল্লি: বিগত কয়েক বছরে আমেরিকার (US) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভারতের (India)। বিভিন্ন বিষয়ে ভারত পাশে পেয়েছে আমেরিকাকে। আর এই দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার পিছনে অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুজ করতে মার্কিন কংগ্রেসের যৌথ বৈঠকে বক্তব্য রাখার জন্য ফের একবার আমন্ত্রণ পেয়েছেন মোদি (Modi)।
আগামী ২২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ২১ বার গান স্যালুট দেওয়া হবে। এর আগে ২০১৪ সালে নেপাল সফরে এভাবেই মোদিকে স্বাগত জানানো হয়েছিল। সেবার মোদিকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ত্রিভূবন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল। নেপাল সেনা বাহিনীর তরফে দেওয়া হয়েছিল ১৯ বার গান স্যালুট।
আরও পড়ুন: Bhopal Incident | ভোপালের সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নামল বায়ুসেনা
জুনের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই সফরে দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই সফরের আগেই ভারত ও মোদি স্তুতি শোনা যাচ্ছে শীর্ষ মার্কিন কর্তাদের মুখে। যার মধ্যে অন্যতম হোয়াইট হাউসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সমন্বয়কারী পদে থাকা কার্ট ক্যাম্পবেল। এবার মোদি প্রশস্তি শোনা গেল মার্কিন নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কারবির মুখে।