বাঁকুড়া: মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়া। তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে পাল্টা অভিযোগ, বহিরাগত নিয়ে অশান্তি করতে এসেছিল তৃণমূল৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল৷ এই সোমবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বাঘাজলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ বসেছিল বিজেপি। রীতিমতো রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখান দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সায়ন্তিকার গাড়ি৷ অভিযোগ, তখনই তৃণমূল নেত্রী সায়ন্তিকার পাইলট কারে হামলা চালায় বিজেপি। ভাঙা হয় পুলিশের গাড়ি। দেখানো হয় বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, ইট ছুঁড়েছিল বিজেপি কর্মীরা। সায়ন্তিকাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। দল সূত্রেই খবর, ঘটনায় আহত হননি অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী।
সায়ন্তিকার পায়লটের কারে হামলার ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)-ও৷ তাঁর অভিযোগ, সায়ন্তিকা হার্মাদ নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল। তিনি আরও বলেন, কোথাও-কোথাও ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনার হাবা-কানা লোক। আমাদের নমিনেশন করতে দিচ্ছে না। বিডিও-রা ভুলভাল ফর্ম দিচ্ছে।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়া নিয়েই ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে বাঁকুড়া৷ নমিনেশন জমা দেওয়ার প্রথম দিনেই উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন এলাকায়৷ ইন্দাসে প্রার্থীরা সময় মতো বিডিও অফিস থেকে মনোনয়নপত্র না পাওয়ায় বিডিও অফিসের সামনের রাস্তায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বসে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রক্ত ঝরল বাঁকুড়া। সোনামুখীতে মাথা ফাটল বিজেপি নেতার। দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।