নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছোটবেলার স্কুল হয়ে উঠতে চলেছে গোটা দেশের শিশু-কিশোরদের প্রেরণা। সম্প্রতি প্রেরণা নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। প্রধানমন্ত্রী গুজরাতের (Gujarat) ভাটনগরের যে স্কুলে শৈশবে পড়াশোনা করেছিলেন, সেখানে নবীন প্রজন্মকে দেওয়া হবে দেশভক্তি এবং নৈতিকতার পাঠ। পাশাপাশি ওই স্কুলটিকে নতুন ভাবে সাজিয়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব নিয়েছে।
গুজরাতের মেহসনার ভাটনগরে রয়েছে মোদির প্রাথমিক স্কুল। এই স্কুলেই প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে প্রাথমিক পড়াশোনা করেছিলেন। এই স্কুলকে কেন্দ্র করেই কেন্দ্রের নতুন প্রকল্প প্রেরণা। যার অধীনে দেশের প্রতিটি জেলার ২ জন করে পড়ুয়া এই স্কুলে যাবে। সেখানেই তাদের নৈতিকতার পাঠ দেওয়া হবে। একইসঙ্গে বিশেষ শিক্ষাদানও করা হবে। ৩০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হবে শিক্ষামূলক সফরের জন্য। সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের ৭৫০টি জেলার দেড় হাজার পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে।
আরও পড়ুন: Jagannath Dev Ratha Yatra | জানুন জগন্নাথদেবকে কী ভাবে খুশি করবেন?
ভাটনগরের এই স্কুলটিকে বিশেষ ভাবে সাজিয়ে তুলতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলটিকে সেন্টার ফর ইন্সপিরেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, প্রেরণার মূল লক্ষ্য হল পড়ুয়াদের মধ্যে দেশভক্তি এবং নৈতিকতা জাগানো, যাতে তারা ভবিষ্যতে দেশের কল্যাণের জন্য কাজ করে। এর জন্য সমস্ত খরচ বহন করবে কেন্দ্র। প্রায় এক সপ্তাহ করে প্রতি পর্বে ৩০ জন করে পড়ুয়া ওই স্কুলে থাকবে। সেখান থেকে দেশভক্তি সহ নৈতিকতার পাঠ নেবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইউনেস্কোর হেরিটেজ সাইটের মনোনয়ন তালিকায় রয়েছে গুজরাতের এই স্কুল। আমেদাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মেহসানা জেলায় রয়েছে এই ভাটনগর শহর। সেখানকার জনসংখ্যা প্রায় ২৮ হাজার।