হাওড়া: কালকা মেলে (Kalka Mail) চুরির অভিযোগ যাত্রীদের। ডাউন কালকা মেলে ২৫ জন যাত্রীর সর্বস্ব চুরি। রেলকর্মীদের (Rail Staff) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যাত্রীদের। ৩১ মে রাতে কালকাজি স্টেশন থেকে ডাউন কালকা হাওড়া মেলের এসি থ্রি টায়ার কামরা বি ৪-এ হাওড়া ফিরছিলেন কলকাতার ২৫ জন যাত্রী। এরা সবাই স্কুল এবং কলেজে গরমের ছুটি থাকায় সপরিবারে শিমলা এবং মানালি বেড়াতে গেছিলেন। ১ জুন ভোর ৬ টা নাগাদ যখন কামরার ভিতর সবাই ঘুমিয়ে ছিলেন, সেই সময় কেউ বা কারা কামরার ভিতরে ঢুকে আসে।
ভিডিও বার্তায় ট্রেনের এক মহিলা যাত্রী অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে অ্যাটেনডেন্ট, সাফাইওয়ালা, প্যান্ট্রি, টিটি সকলেই যুক্ত। কালকা মেলের এসি থ্রি টায়ার বি-৪ কোচে যাত্রীদের জিনিস চুরি গিয়েছে। আমরা এই ঘটনার সুবিচার চাইছি। সরকারের কাছে সাহায্যের আবেদন করছি। স্প্রে করে চুরি করা হয়। দিল্লি থেকে ২ জন মহিলা উঠে দিল্লি এবং ওল্ড দিল্লির মাঝে এই কাজ করেছে।
আরও পড়ুন: RG Kar Medical College | বদলির ৪৮ ঘণ্টার মধ্যে ফের স্বপদে আরজি করের অধ্যক্ষ
হাওড়া জিআরপি জানিয়েছে, বিষয়টি তাদের এলাকার মধ্যে পড়েনা। তবে তারা ঘটনা যেখানে ঘটেছে, তার নিকটবর্তী স্টেশনের জিআরপি-কে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন।