পাটনা: লাইভ কনসার্টে গান গাইতে গাইতে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের স্মরণ জেলায়। এই জেলার গৌর বসন্ত গ্রামেরই মেয়ে নিশা। যদিও সংগীতশিল্পী নিশা এখন পাটনার বাসিন্দা। প্রেমের গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফর্মার হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত।বিনোদন অনুষ্ঠানে আনন্দের মধ্যেই উঠল কান্নার রোল।বিহারে মঞ্চে বিনোদন অনুষ্ঠানে এই ধরনের গুলি-চলনার ঘটনা প্রায়শই ঘটে।
প্রসঙ্গত, পৈতে উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক ঘরোয়া সংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা। আচমকাই তার গায়ে এসে লাগে গুলি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গায়িকা। যার জেরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিশার বাঁ পায়ে গুলি লাগে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়েছিলেন গায়িকা।
পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন নিশা। তাঁর পরিস্থিতি স্থিতিশীল। তাঁর শরীর থেকে বুলেট বার করা হলেও তিনি ট্রমার মধ্যে রয়েছেন। তার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। এই ঘটনার পিছনে কারা রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। সেলিব্রেশানের মাঝে ওপেন ফায়ার করলে ব্যবহারকারীর বন্ধুকে লাইসেন্স বাতিল করা হবে বলে বিহার সরকার জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির কোন পরিবর্তন ঘটেনি।