বোলপুর : দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে সিপিআইএমের ডেপুটেশনে বাধা৷ সাত্তোরে পুলিশের সামনেই বাঁশ-লাঠি নিয়ে সিপিআইএম কর্মীদের তাড়া করে তৃণমূলের লোকজন৷ মারধরও করা হয়। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। য়ার জেরে ডেপুটেশন দিতে পারেনি সিপিআইএম নেতৃত্ব।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন৷ শুধুমাত্র বাদ্যি বাজার অপেক্ষায় সকল রাজনৈতিক দল। তার আগে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিয়েছে সিপিআইএম। বিশেষ করে একশো দিনের কাজ চালু করতে হবে এই সকল দাবিতে রাজ্যের সব প্রান্তে পঞ্চায়েত অভিযান ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই মতো সমস্ত পঞ্চায়েতের পাশাপাশি বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতেও ডেপুটেশন দেওয়ার উদ্যোগ নেয় সিপিআইএম নেতা-কর্মীরা৷ অভিযোগ, সাত্তোর বাসস্ট্যান্ডে জমায়েত হতেই চড়াও হয় তৃণমূলের লোকজন৷ বাঁশ-লাঠি নিয়ে পুলিশের সামনেই সিপিআইএম নেতা-কর্মীদের তাড়া করে৷ আরও অভিযোগ, পুলিশের সামনেই সিপিআইএম নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়৷ মারধর করা হয়৷ এমনকি, সাত্তোর পার্শ্ববর্তী যাদবপুর গ্রামেও সিপিআইএম কর্মীদের মারধর করা হয়। বাড়িঘরে ভাঙচুর চালানো হয়৷ বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল, পাঁড়ুই থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসের নেতৃত্বে পুলিশ সাত্তোর, যাদবপুর গ্রামে যায়৷ তাদের সামনেই সংবাদমাধ্যমকে ঘটনার ছবি সংগ্রহ করতে বাধা দেয় তৃণমূলের লোকজন।
আরও পড়ুন: Mango Jelly Recipe | বাড়িতেই বানিয়ে নিন কাঁচা আমের জেলি, রইল রেসিপি
সাত্তোরের স্থানীয় তৃণমূল নেতা শেখ মুস্তফা বলেন, তেমন কিছুই হয়নি৷ যখন উন্নয়নমূলক কাজ হয় সিপিআইএম দেখতে পারে না সেটা৷ মিথ্যা অভিযোগ নিয়ে ডেপুটেশন দিতে চলে আসে৷ সেটাই আমরা বলেছি, কেন মিথ্যা অভিযোগ তুলে পঞ্চায়েতে ডেপুটেশন দেবে। সিপিআইএম নেতা বকুল ঘোড়ুই বলেন, তৃণমূলের দালাল পাঁড়ুই থানার ওসির সামনেই আমাদের ডেপুটেশন দিতে বাধা দেয় তৃণমূলের মস্তানরা৷ পুলিশ চুপ করে দেখছিল৷ আমাদের কর্মীদের মারধর করেছে৷ পঞ্চায়েত ভোট আসছে, মানুষের কাজের দাবিতে ডেপুটেশন পর্যন্ত দিতে দিচ্ছে না৷ আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব মানুষকে সঙ্গে নিয়ে৷