ক্যানিং: ফের একবার জটিল অস্ত্রোপচার (Critical Operation) সফল ভাবে সম্পন্ন হল সরকারি হাসপাতালে (Hospital)। এবার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমায় এক গর্ভবতী মহিলার পেটে অস্ত্রোপচার করে প্রায় দুকেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা। হাসপাতালের শল্য চিকিৎসক শ্রুতর্ষি মণ্ডলের তৎপরতায় ডা: আসিফ কামাল ও ডা: বিশ্বনাথ সর্দারের সহযোগিতায় এই জটিল অস্ত্রোপচার সম্ভব হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনটি ভীষণ জটিল ছিল। ডায়মন্ড হারবারের বাসিন্দা অনিন্দিতা পাত্র কিছুদিন আগে গর্ভবতী হন। তাঁর গর্ভে যমজ সন্তান রয়েছে বলে দাবি চিকিৎসকদের। এর পাশাপাশি অস্বাভাবিকভাবে প্রত্যেক দিন তাঁর পেট ফুলে যাচ্ছিল। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, পেটে বিশাল আকারের একটি টিউমার রয়েছে। অবশেষে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। গত সোমবার অস্ত্রোপচার করে ওই মহিলার পেট থেকে ১ কেজি ৭৫৫ গ্রাম ওজনের টিউমার বের করেন চিকিৎসকরা।
আরও পড়ুন:Aajke | ‘জনজোয়ার’-এর পাল্টা রোড শো, চাপে কাঁথির খোকাবাবু?
বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই রোগী। সফল অস্ত্রোপচারের পর তাঁর গর্ভের দুই সন্তানও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এই প্রচেষ্টায় ওই মহিলার পরিবার খুবই খুশি। পরিবারের সদস্যরা ডাক্তারদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতালের এই সাফল্য আগামী দিনে আরও বাড়বে বলে সুপার সুরেশ সর্দারের দাবি।