রাজ কুন্দ্রা নাকি প্রাপ্ত বয়স্কদের ছবি সংক্রান্ত কোনও রকম বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ইরোটিকা তৈরি করতেন বলেই জানালেন রাজের স্ত্রী শিল্পা শেঠি। শিল্পার আরও দাবি হটশটস্ মোবাইল অ্যাপে ঠিক কী ধরণের কনটেন্ট থাকে তা নিয়ে একেবারেই ওয়াকিবহাল নন শিল্পা। যদিও বেআইনি ভাবে প্রাপ্তবয়স্কদের ছবি তৈরি এবং তার স্ট্রিমিং-এর অপরাধে ইতিমধ্যেই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
শিল্পাকে জিজ্ঞাসাবাদে ওঠে এসেছে ইংল্যান্ডবাসী প্রদীপ বক্সির নাম। প্রদীপ রাজ কুন্দ্রার শ্যালক। শিল্পার দাবি হটশটস্ সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে প্রদীপের কাছেই। শিল্পা বা রাজ এই সম্পর্কে একেবারেই কিছু জানেন না। পাশাপাশি তিনি মনে করেন রাজ স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য যে কনটেন্ট তৈরি করতেন তা আসলে ইরোটিকা, প্রাপ্তবয়স্কদের ছবি মোটেই নয়।
শুক্রবার সন্ধ্যায় শিল্পাকে জিজ্ঞাসাবাদের পুরো রেকর্ডিং আপাতত শুনে দেখবেন তদন্তকারী অফিসাররা। তাতেই স্পষ্ট হবে রাজের বেআইনি কারবার সম্পর্কে কতোটা ওয়াকিবহাল ছিলেন তাঁর স্ত্রী। প্রাপ্তবয়স্কদের ছবি বানিয়ে ঠিক কতোটা অর্থ রোজগার করেছেন রাজ তা নিয়েও রীতিমতো তল্লাসি শুরু করেছে পুলিশ।
গ্রেফতার হওয়ার পর অবশ্য রাজও শিল্পার মতোই দাবি করেছিলেন যে তিনি কোনও রকম বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত নন। আসল কালপ্রিট প্রদীপ বক্সি। যদিও রাজের মেসেজ বক্স, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে পুলিশের ধারণা তিনি ভালভাবেই হটশটস্-এর সঙ্গে যুক্ত ছিলেন। চ্যাটে রীতিমতো হটশটসে অভিনয় করার জন্য অফার পাঠাতেন রাজ। সে প্রমাণও রয়েছে অফিসারদের হাতে।