শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’-র পর রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছেন বরুণ শর্মা।তিনি ভাগ্যবান তাই রোহিতের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন।রোহিতের ফিল্মের সেটে প্রবেশ করলেই তিনি দারুণ মজা পান এবং সবসময় ‘চার্জড্’ থাকেন।প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর উচিৎ জীবনে অন্তত একবার রোহিতের ছবিতে কাজ করা।সদ্যই সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউতে এমনটাই জানালেন ‘ফুকরে’-র অভিনেতা।রোহিতের ‘সার্কাস’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।শ্যুটিংয়ের সময় সিম্বার অভিনেতার সঙ্গে দারুণ মস্তি করেছেন বরুণ।মিউজিক নিয়ে দুজনের পছন্দ দারুণ মেলে তাই রণবীরের সঙ্গে তাঁর তৈরি হয়েছে সুরেলা যোগাযোগ।এর জন্য ছবিতে অভিনয় করার সময়ও অনেক সুবিধা হয়েছে,জানালেন বরুণ শর্মা।উইলিয়াম শেকসপিয়ারের ‘কমেডি অফ এররস্’ নাটক নিয়ে ‘সার্কাস’-এর চিত্রনাট্য তৈরি করেছেন রোহিত শেট্টি।রণবীর-বরুণের পাশাপাশি ছবিতে দেখা যাবে দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পূজা হেগড়েকেও।ক্যামিও রোলে থাকবেন দীপিকা পাডুকোন।আগামী বছর ছবি মুক্তি পাবে রোহিত শেট্টির ‘সার্কাস’।