মুম্বই : গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বেহাল মুম্বই সহ অন্যান্য জেলা। বিপর্যস্ত রায়গড়, রত্নাগিরি, পালঘর, থানে, সিন্ধুদূর্গ, কোলাপুর, সাঙ্গলি ও সাতারা জেলা। বহু জায়গায় নেমেছে ধস, হয়েছে বন্যা। এর ফলে কমপক্ষে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৮৪ হাজার ৫২ জনকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে কোলাপুরের ৪০ হাজার মানুষকে পশ্চিম মহরাষ্ট্রের পুণেতে সরিয়ে দেওয়া হয়েছে। কোলাপুর ৫৪টি গ্রাম পুরোপুরি জলের তলায়। এছাড়াও ৮২১ টি গ্রাম আংশিকভাবে ক্ষতিগ্রস্থ। আধিকারিকরা জানিয়েছেন, সেখানে পঞ্চগঙ্গা নদীর জল অনেক উপর দিয়ে বইছে।
আরও পড়ুন : মুম্বইয়ে বাড়ি ভেঙে ধসের ঘটনায় মৃত বেড়ে ২২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
মুম্বই থেকে ৭০ কিমি দূরের উপকূলবর্তী জেলা রায়গড়ে ৩৬ জন জমি ধসে মারা গেছেন। কোঙ্কন জেলায় বন্যা ও ধসের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম মহারাষ্ট্রের বন্যা বিধ্বস্ত সাতারা জেলায় জলের তোড়ে ভেসে গেছেন বহু মানুষ। সেখানে সরকারি ভাবে মৃতের সংখ্যা ২৭। রায়গড় ছাড়াও সাতারা জেলার অম্বেঘর ও মিরগাঁওয়েও ধসের খবর পাওয়া গেছে। কোলাপুরে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ৮ নেপালি শ্রমিক সহ ১১ জন। একটি বাসে ছিলেন তাঁরা। বাস থেকে তাঁদের বের করে নেওয়ার সঙ্গে সঙ্গেই বন্যার জলে ভেসে যায় বাসটি।
আরও পড়ুন : জলে ভাসছে মুম্বই, বিপর্যস্ত জনজীবন
এক প্রেস বিজ্ঞপ্তিতে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, একদিকে প্রবল বৃষ্টির ফলে জলস্তর বেড়ে যাওয়ায় ও বিভিন্ন নদীবাঁধ থেকে জল ছাড়ায় রাজ্যের বহু অংশ ডুবে গেছে।এনডিআরএফ(National Disaster Response Force) এসডিআরএফ (State Disaster Response Force) ও অন্যান্য এজেন্সি হাত লাগিয়েছে। ভারতীয় সেনা ও নেভির ৬টি দল উদ্ধারকাজে যোগ দিচ্ছে শনিবার।
আরও পড়ুন : রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জহর সরকার
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সরকারি খরচে চিকিৎসা হবে আহতদের। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।