মুম্বই: প্রবল বৃষ্টিতে গোয়াতে ধসের কবলে এক্সপ্রেস ট্রেন। দুধসাগর এবং সোনৌলিম স্টেশনের মধ্যে ধস নামায় শুক্রবার লাইনচ্যুত হয়ে যায় মেঙ্গালুরু থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন। ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর মেলেনি। মহারাষ্ট্র ও গোয়ায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বশিষ্ঠী নদী প্লাবিত হওয়ায় ঘুর পথে ট্রেন চলছিল ওই রুটে।
আরও পড়ুন : লাগাতার ভারী বৃষ্টি মহারাষ্ট্রে, বাড়ি ভেঙে মৃত একাধিক
মাদগাওঁ, লোন্দা হয়ে মিরাজ যাওয়ার পথে ০১১৩৪ মেঙ্গালুরু- মুম্বই স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রাপথে ধস নামার জেরে ট্রেনটির ইঞ্জিন ও প্রথম কামরাটি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের উদ্ধার করে দ্বিতীয় কামরায় নিয়ে আসা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি ফিরিয়ে আনা হয় কুলেমে। মহারাষ্ট্র জুরে প্রবল বৃষ্টিতে হুব্বালির দুটি অঞ্চলে ধস নেমেছে। এর জেরে বাতিল করা হয়েছে দক্ষিণ-পশ্চিম রেলের একাধিক ট্রেন। এই ধসের জেরে ওই দিকে যাতায়াত করা বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।