বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) ছাতনার (Chhatna) মন্দাসপাড়ায় ঝড়ে উড়ল দশ-বারোটি বাড়ির চাল। চরম সমস্যায় পড়েছেন। তাঁরা। ঘরগুলি খোলা আকাশের (Sky) নীচে হাঁ হয়ে রয়েছে। ফলে আবার বৃষ্টি (Rain) হলে সব ভিজ্ যাবে। তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা (Villagers)। এখন সরকারি (Government) সহযোগিতার আশায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলি। প্রবল ঝড়ে উড়ে গেল দশ-বারোটি বাড়ির খড়, টিন ও অ্যাসবেস্টসের চাল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার মন্দাসপাড়া (Mandaspara) এলাকায়। সরকারি সহযোগিতার আশায় ওই গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারগুলি।
বৃহস্পতিবার বিকেল থেকে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় বাঁকুড়ার আকাশ। শুরু হয় প্রবল ঝড়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হয় জেলার প্রায় সর্বত্রই। প্রবল ঝড়ের দাপটে ছাতনার মন্দাসপাড়ায় একাধিক বাড়ির উড়ে যায় টিন অ্যাসবেস্টসের খড়ের ছাউনি। গ্রামবাসীদের দাবি, গ্রামের প্রায় ১০ থেকে ১২ টি বাড়ির চালা উড়ে যাওয়ায় দুর্যোগের মধ্যেই নিরাশ্রয় ক্ষতিগ্রস্থ পরিবারগুলি। সরকারি সহযোগিতার আশায় বসে ওই গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষজন। এমনই জানিয়েছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী রিঙ্কু বাগদি ও মণি বাগদি। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। প্রচুর আম ঝড়ে গিয়েছে। ফলে মাথায় হাত আম ব্যবসায়ীদের। সমস্যায় পড়েছেন ত্রিপল, টালি, খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলি
আরও পড়ুন: New 75 Rupee Coin | New Parliament | সংসদ ভবনের উদ্বোধনে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র, কেমন হবে জানুন
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব চলল। দূর্গাপুর (Durgapur), আসানসোল (Asansol), বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় সেই ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হল জনজীবন। বহু জায়গায় গাছ পরে যান চলাচল ব্যাহত হয়েছে, ঘটেছে বিদ্যুৎ বিপর্যয়। পুরুলিয়ার হুটমুড়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাও বিভ্রাটের কবলে পড়ে। জনসভা চলাকালীনই তুমুল ঝড় ওঠে।কিছুক্ষণের জন্য ভাষণ বন্ধ করে দেন অভিষেক। পুঞ্চাতে ঝড়বৃষ্টির মধ্যেই অভিষেক রোড শো করেন। ঘন্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে। ঝড়বৃষ্টির জেরে জামাই বাবাজীবনদের বিপাকে পরতে হয় এদিন।