নিউইয়র্ক: রাশিয়া (Russia) দুটি আমেরিকার (US) সামরিক বিমানকে (Military Aircraft) তাড়িয়ে (Intercept) দিল। বাল্টিক সাগরের (Baltic Sea) উপর এই ঘটনা ঘটেছে।দ্য রকওয়েল বি১ ল্যান্সার সুপারসনিক ভেরিয়েবল সুইপ উইং, বম্বার যা ব্যবহার করে আমেরিকার বায়ু সেনা (Air Force)। রাশিয়া তাকে কার্যত পাকড়াও করে তাড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া সুখোই ২৭ ফাইটার জেট পাঠিয়েছিল। দেশের সীমান্তে প্রবেশ আটকাতে তা লক্ষ্য রাখছিল। রাশিয়ার সীমান্ত থেকে বিদেশি মিলাটারি বিমানকে সরিয়ে তা আবার নিজের জায়গায় এয়ার বেসে ফিরে এসেছে। রাশিয়ারি বিমান কাজ করেছে আন্তর্জাতিক নিয়ম মেনে।
ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউএস বম্বারকে আটকেছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, বি-১ বম্বার দীর্ঘ পরিকল্পনার কাজে ইউরোপে ব্যবহার করা হচ্ছিল।এই মাসের শুরুর দিকে রাশিয়া দুটি ন্যাটো বিমান আটকেছিল। একটি ছিল জার্মানির ও একটি ফ্রান্সের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, সুখোই ২৭ ফাইটার জেট পথ আটকেছে ও এসকর্ট করে নিয়ে গিয়েছে জার্মান পি-৩সি ওরিয়ন পেট্রল প্লেন ও ফ্রান্সের নৌ বাহিনীর আটলান্টিক ২ অ্যান্টি সাবমেরিন পেট্রল বিমানকে। এপ্রিল মাসে বাল্টিক সাগরের উপরে একটি রাশিয়ার ফাইটার জেট জার্মানির নৌ বাহিনীর বিমানকে এসকর্ট করে তাড়িয়ে দেয়। মার্চ মাসে ব্ল্যাক সাগরের উপরে রাশিয়ার বিমানের সঙ্গে ধাক্কা লেগে আমেরিকার ড্রোন ভেঙে পড়ে।
আরও পড়ুন: HS Routine 2024 | আগামী বছর এগিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একাদশের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা
তবে এই মাসের প্রথম দিকে আমেরিকার যুদ্ধ বিমান আটকায় ৬টি রাশিয়ার যুদ্ধ বিমানও। আলাস্কার কাছে আন্তর্জাতিক সীমানায় ওই ঘটনা ঘটে। নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, তারা চিহ্নিত করে রাশিয়ার টিইউ-৯৫ বম্বার, আইএল ৭৮ ট্যাঙ্কার ও সুখোই ৩৫ বিমানকে আটকায়। আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে এই ঘটনা ঘটেছে। আমেরিকা ও কানাডা যৌথভাবে নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ডে আকাশ সীমানায় সার্বভৌমত্ব রক্ষা করে এই কাজ করেছে।