নয়াদিল্লি: আগামী মাসে করোনার (Covid) নতুন ঢেউ আসতে চলছে, এতে বহু মানুষ সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। কয়েকজন শীর্ষ চিনা বিশেষজ্ঞ দাবি করেছেন, জুনের শেষে করোনার একটি নতুন তরঙ্গ আসতে পারে যা ৬৫ মিলিয়ন মানুষকে সংক্রামিত করতে পারে। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে, এমনটাই সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।
মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ প্রধান বলেন, বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে হলেও তা নয়। কোভিডের আর একটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়াও কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। সাধারণ মানুষকে সুস্বাস্থ্যের দিকে নজর রাখার এবং সাবধান থাকার বার্তাও তিনি দিয়েছেন।
আরও পড়ুন : Kuntal Ghosh | চিঠি মামলায় এবার জেলে গিয়ে জেরা কুন্তলকে
তিনি এদিন আরও বলেন, কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড অতিমারি একমাত্র আশঙ্কার কারণ নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শীঘ্রই পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
সোমবার, দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে ২০২৩ গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে, ঝং নানশানও দাবি করেছেন যে করোনা সংক্রমণ ভাইরাসের এক্সবিবি রূপ এড়াতে দুটি নতুন ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসতে পারে।