নয়াদিল্লি: বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক বন্যপ্রজাতি সংখ্যায় খুব দ্রুত কমে যাচ্ছে। বিজ্ঞানীরা বিষয়টিকে জীববৈচিত্র্যের ভারসম্যের ক্ষেত্রে খুব উদ্বেগজনক বলে মনে করেছেন।
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট (Queen’s University Belfast)-এর গবেষণা অনুসারে পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণীর প্রজাতি বর্তমানে হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে আমরা ‘ষষ্ঠ গণ বিলুপ্তি’-এর দিকে এগিয়ে চলেছি। এর জন্য মানুষের কর্মকাণ্ডকেই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেছেন বিজ্ঞানী মহল ৷ শহরাঞ্চল গড়ে তোলা, রাস্তাঘাট-ভবন তৈরি ও ক্ষেত-খামারের সংখ্যা বেড়ে যাওয়ায় ধ্বংস হচ্ছে বনাঞ্চল। এতে কমে যাচ্ছে বন্যপ্রাণীর বিচরণের জায়গা। এছাড়া, বনাঞ্চল কমে যাওয়ায় জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে বিশ্ব উষ্ণায়নও বাড়ছে। আর এতে বিলুপ্তি ঘটছে অনেক প্রজাতির।
আরও পড়ুন : Inostrancevia Fossil | অস্তিত্ব রক্ষায় হাজার হাজার মাইল পাড়ি দিয়েছিল এই প্রাণী, বলছে তার জীবাশ্ম
বিশ্বজুড়ে ৭০ হাজারেরও বেশি প্রজাতির ওপর গবেষণা চালিয়েছেন গবেষকরা। তার মধ্যে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর, মাছ এবং কীটপতঙ্গ সবই রয়েছে। গত সোমবার বায়োলজিক্যাল রিভিউ জার্নালে প্রকাশিত ওই গবেষণার রিপোর্টে বলছে, প্রজাতিগুলো সংখ্যায় ৪৮ শতাংশ হারে হ্রাস পাচ্ছে এবং এদের বৃদ্ধির হার ৩ শতাংশেরও কম।
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষক ও এই গবেষণার একজন লেখক ড্যানিয়েল পিনচেরা ডোনোসোর গবেষণায় যে ফলাফল উঠে এসেছে তাতে মানবজাতিকে কঠিন অবস্থার মুখোমুখি পড়তে হতে পারে বলে মনে করেছেন। পিনচেরা ডোনোসো জানান, কোনও প্রজাতি সংখ্যায় ক্রমশ্য কমে যাওয়ায় অর্থ তা বিলুপ্তির দিকেই এগোচ্ছে।
এক্সেটার বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণ বিজ্ঞানের অধ্যাপক ব্রেন্ডন গডলি এই নতুন গবেষণার প্রসংশা করেছেন। তিনি বলেন এই গবেসনাটির খুব প্রয়োজন ছিল। এই গবেষণা থেকে সংখ্যায় ক্রমশ্য কমে যাওয়া প্রাণীর যে লাল তালিকা তৈরি হয়েছে তা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমাদের সবার সতর্ক হওয়া উচিত। বন্যপ্রজাতির জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থান এবং সুষ্ঠু বাস্তুতন্ত্র ছাড়া আমরা নিজেরাও টিকে থাকতে পারব না।