কলকাতা: ধনী হতে কে না চায়? চাকরি বা ব্যবসা যে পেশায়ই মানুষ থাকুক না কেন ধনী হওয়ার বাসনা সবারই। কিন্তু সবার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়। প্রায়ই সঠিক পথে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা সত্ত্বেও, একজন ব্যক্তি ধনী হতে পারেন না। একজন মানুষ ধনী হবে কি না, তার পেছনে ভাগ্য বা হাতের রেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাতের রেখা ছাড়াও, চিহ্নের মাধ্যমে একজন ব্যক্তির ভবিষ্যত সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব হয়। হাতের তালুতে (Palm Sign) এমন কিছু চিহ্ন থাকে যা ওই ব্যক্তির কাছে সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয়। এমনই একটি শুভ চিহ্ন হল ‘V’। আপনার হাতেও কী এই চিহ্ন আছে?
কথিত আছে যে, যার হাতের তালুতে ‘V’ চিহ্ন রয়েছে, তাঁদের জীবনে সম্পদের অভাব কখনও নেই। এর পাশাপাশি চারদিক থেকে এ ধরনের লোকদের কাছে টাকা সবসময় আগমন ঘটে। শুধু তাই নয়, এ ধরনের মানুষ ভগবানের আশীর্বাদও পেয়ে থাকেন। হাতের তালুতে, এই চিহ্নটি হৃদয়ের রেখায়, তর্জনী এবং মধ্যমা আঙুলের নীচে তৈরি হয়। যাদের হাতে এই চিহ্ন রয়েছে তারা খুব ভাগ্যবান। এই ধরনের লোকেরা তাদের জীবনে অনেক সাফল্য অর্জন করে। হস্তরেখা বিদ্যা অনুসারে, যে ব্যক্তির হাতের তালুতে ‘V’ চিহ্ন থাকে, ৩৫ বছর বয়সের পরে তাঁর ভাগ্য খুব দ্রুত উজ্জ্বল হয়। যে কোনও কাজেই সফল হন।
আরও পড়ুন:Kedarnath | ৬০ কুইন্টাল ওজনের ব্রোঞ্জের ওম স্থাপন করা হচ্ছে কেদারনাথ ধামে
হস্তরেখার মতে, হৃৎপিণ্ডের রেখা থেকে বের হওয়া একটি রেখা যদি তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে ‘V’ চিহ্ন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি ব্যবসায় অনেক উন্নতি করেন। এর পাশাপাশি ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন তিনি।
যাদের হাতের তালুতে ‘V’ চিহ্ন রয়েছে তারা অধিকাংশ সময়েই ইতিবাচক চিন্তাধারায় বিশ্বাসী হোন। এই ধরনের মানুষ সবসময় একটি বন্ধু বা আত্মীয়দের সাহায্য করতে সদাপ্রস্তুত থাকেন। এরা অন্তর থেকে খুব পবিত্র ও শান্ত প্রকতির হয়ে থাকেন।