ঢাকা: এবার প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেফতার করল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক উচ্চপদস্থ কর্তা বাংলাদেশের সংবাদ মাধমের কাছে এই গ্রেফতারির কথা স্বীকার করেছে। জানা গিয়েছিয়ে আজকে ডিবির কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।তবে ঠিক কখন তাঁকে গ্রেফতার করা হয় সেই নিয়ে এখনই কিছু জানা যায়নি।তবে ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, নোবেলের স্ত্রীও তার বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠানে না গিয়ে ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়।গত ১৬ মে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬–এর এক শিক্ষার্থী ঢাকার এক আদালতে মামলাটি করেন। শিক্ষার্থীর নাম মো. সাফায়েত ইসলাম।আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: Arijit Singh | খরচ মাত্র ৪০ টাকা! ঘুরে আসুন অরিজিৎ সিং-এর ‘হেঁশেল’-এ
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাঁদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। অনুষ্ঠানে না গিয়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়।
উল্লেখ্য এই ঘটনার আগের থেকেই, ধর্ষণ, গিটার ভাঙা, নগরবাউল খ্যাত জেমসের বিরুদ্ধে কটূক্তি-সহ নানা বিতর্কিত ইস্যুতে জড়িয়ে আছেন নোবেল।সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসংলগ্ন আচরণ করেন নোবেল।মঞ্চে মদ খেয়ে মাতলামি করে খেপে যায় স্রোতারা।