করোনা আবহে অলিম্পিকের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কাটছাঁট করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলেন আয়োজকরা| কিন্তু জৌলুস আর ঐতিহ্যে সকলের মন কাড়ল ২০২০ টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান| শুক্রবার জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে হয়ে গেল ২০২০ অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন|
ন্যাশনাল স্টেডিয়ামের ৫৭ হাজার ৩৬৩ অফিসিয়াল ক্যাপাসিটি যার মধ্যে দর্শকাসন ৪৮ হাজার| কিন্তু করোনা পরিস্থিতিতে মাত্র এক হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত থাকার সাক্ষী হয়ে রইলেন| করোনা অতিমারির থিমই এবার উঠে এল অলিম্পিকের উদ্বোধনের মঞ্চে|
এবারের অলিম্পিকে ২০৫টি দেশ এবং অলিম্পিক রিফিউজি টিমের ১১ হাজার ৩২৬ জন অ্যাথলিট ৫০টি ডিসিপ্লিনে অংশ নিয়েছেন| উদ্বোধনী অনুষ্ঠানের পর একে একে মার্চ পাস্টে অংশ নেন প্রতিযোগি দেশের অ্যাথলিটরা| করোনার জন্য সেখানেও ছিল বিধি নিষেধ| প্রতিযোগি দেশের সব অ্যাথলিটরা মার্চ পাস্টে অংশ নিতে পারেননি| ভারতের পতাকা হাতে মেরি কম এবং মনপ্রীত সিং-এর পিছনে মার্চ পাস্টে অংশ নিলেন প্রণতিরা| অলিম্পিকের মঞ্চে এবার অন্য পোশাকে ভারতীয় অ্যাথলিটরা| ২০২০ টোকিও অলিম্পিকেই ভারতের সর্বোচ্চ অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছে| তাই পদকের আশাও আকাশ ছোঁওয়া| আনুষ্ঠানিক উদ্বোধন শেষ| এবার সামনে পদকের লড়াই| অনেক প্রতিবাদ অনেক অনিশ্চয়তার মাঝে শুরু হয়ে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ|