ফ্রাগাইল এক্স সচেতনতা ক্যাম্পেনিং -এ অংশ নিলেন বলিউড অভিনেতা বোমান ইরানি। সোশ্যাল সাইটে ক্যাম্পেনিং-এ অংশ নিয়ে ফ্রাগাইল এক্স সচেতনতার গুরুত্ব বোঝালেন বোমান।
এই ক্যাম্পেনিং-এর আসল উদ্দেশ্য ফ্রাগাইল এক্স জিন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। অটিজম্-এর একমাত্র কারণ এই জিন। ফ্রাগাইল এক্স এক ধরণের সিঙ্গল জিন। অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম এই জিনের বাহক হয়ে থাকে মানুষ, কিন্তু তাঁরা জানতেই পারেন না যে তারা এই জিনের বাহক। এই জিন সম্পর্কে মানুষের মধ্যে একেবারেই সচেতনতা নেই। সেই সচেতনতা তৈরি করতেই সোশ্যাল সাইটে জুড়ে চলছে ক্যাম্পেনিং।
বোমান নিজে ছোট বেলায় ডিসলেক্সিয়ায় ভুগেছিলেন। আর তাই তাঁর মধ্যে এই সব বিষয়ে সচেতনতা বরাবরই বেশি।
একা বোমান নন, সাধারণ অনেকেই এই ক্যাম্পেনিং-এর অংশ হিসেবে হাতের কবজিতে এক্স আকারের ব্যান্ড বেঁধে হ্যাশ ট্যাগ ‘হাউ ক্যান ইউ হেল্প ‘ট্রেন্ডিং-এর ভিডিও শেয়ার করে সচেতনতা তৈরির পথে এগিয়ে আসছেন।