‘তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাঁপ, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মুখ’। এতগুলো শব্দ যাঁর জন্য- সে ‘মা’। পৃথিবীর সবার জন্য ‘আপনি’ শব্দটা এলেও মায়ের জন্য ‘তুমি’ই সেরা। ‘মা’ শব্দটা হয়তো খুব ছোট্ট, কিন্তু এর অনুভূতি অনেক গভীর। জীবনের প্রথম বন্ধু, অভিভাবক। হাজার লেখাও এই একটা মানুষের জন্য যথেষ্ট নয়। কিন্তু এমন দিনে একটু পিছনে ফিরে তাকাতে হয়। স্মৃতি রোমন্থন করতে হয় ছোটবেলার দিনগুলোর।
নব্বইয়ের দশকে যারা বড় হয়ে উঠেছে তারা এখন কর্মব্যস্ত। স্কুল-কলেজ শেষ করে কেউ কেউ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত আবার কেউ পরিশ্রম করছে। শনিবার, অফিসে কাজের চাপ কিছুটা হলেও কম। হঠাৎই সহকর্মীদের মধ্যে কেউ বলে উঠল, ‘কাল মাদার্স ডে’। মাদার্স ডে…নেহাতই দুটো শব্দ। কিন্তু তা শোনামাত্রই ফ্ল্যাশব্যাক। চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠল আইটি কোম্পানিতে কর্মরত সুমনের। হাতে সিগারেট ও কফির কাপে চুমুক দিতে দিতে বহুতলের বারান্দায় দাঁড়িয়ে শেষ বিকেলের আলোর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছে সে। সেই ছোটবেলার কথা। সকালে সেই মায়ের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে প্রথম স্কুল। মনে ভয়, আর স্কুল শুরুর ঘণ্টা পড়তেই কান্না। মা যে থাকবে না স্কুলের মধ্যে। নতুন নতুন মুখ আর টিচার। কান্না অবশ্য কিছুক্ষণ পর থেমে গেলেও স্কুল ছুটির সময় সেই মানুষটার মুখ দেখতে না পারলে ফের ফ্যালফেলিয়ে কান্না। কে? সেই মা। মনে পড়ছিল, সন্ধেয় লোডশেডিং হলে মায়ের সেই ভূতের গল্প বলার কথা। বৃষ্টির মধ্যে একবার মা বের করে দিয়েছিল হোমওয়ার্ক না করার জন্য। তা ভাবতে ভাবতে মনে মনে হাসতে থাকে সুমন। হয়তো বর্তমানের এই সাফল্য সেসবের জন্যই।
আরও পড়ুন: 12 Years Of TMC Government | কালীঘাটের টালির চাল থেকে মহাকরণ-নবান্ন! মমতার কুর্সি দখলের এক যুগ
ভাবতে ভাবতে আরও বেশ কিছু জিনিস মনে পড়ে গেল সুমনের। বাবার অসুখ, তারপর মৃত্যু! অভাবের সংসার। মায়ের ছোট্ট চাকরির টাকায় দুই ভাই-বোনের পড়াশোনা, সংসারের খরচ। কষ্ট করে বড় হয়ে ওঠা। কলেজ পাশ, ইউনিভার্সিটি পাশ, তারপর একটা চাকরি। এখনও অফিস সেরে ঘরে ঢুকেই সুমন প্রথম সেই মা-কেই খোঁজে। আজ ভাবছে অফিস থেকে ফেরার পথে মায়ের জন্য গোলাপ নিয়ে যাবে। কাল ছুটি। ব্যস্ত জীবনের এই ফুরসতে কোনও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া-দাওয়া করবে। যদিও সুমন মনে করে, মা-দিবস বলে কিছু হয় না। জীবনের প্রতি পদে এই মানুষটার দরকার হয়, তাঁকে ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু এই একটা দিন তাঁদের জন্য থাক না, যাঁরা সারা জীবন ঘরে-বাইরে সামলায়। আজ ১৪ মে, মাতৃ দিবস। পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক। সুস্থ থাকুক। যাদের মা কালের নিয়মে ইহলোকের মায়া ত্যাগ করেছে, সেই মায়েরাও যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাপি মাদার্স ডে…