পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠি এই প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন। সোমবার রাজ গ্রেফতার হওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা। নেটিজেনদের আশা ছিল, শিল্পার বক্তব্য তাঁরা জানতে পারবেন। শিল্পা অবশ্য বলেছিলেন যা বলার তা তাঁদের আইনজীবীরা বলবেন। কিন্তু অবশেষে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই মুখ খুললেন। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি৷ তবে তাঁর নিজের মানসিক অবস্থার একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুলাই রাতে শিল্পার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পাতার ছবি তুলে পোস্ট করেন। যেটি মূলত মার্কিন লেখক তথা কার্টুনিস্ট জেমস থার্বারের একটি উক্তি। যেটির অর্থ ‘রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়,ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।’ এই উক্তির ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি, ভবিষ্যতেও করতে হবে। আমার জীবন উপভোগ করতে কোনও কিছুই বাধা হতে পারেনি’। শিল্পা আরও লেখেন, ‘বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। কী হয়েছিল বা কী হবে তা না-ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। কেউ আমাদের দুঃখ দিলে আমরা হতাশা বোধ করি, ভাগ্যকে দুষি এবং ভবিষ্যৎ নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু বর্তমান নিয়েই আমাদের বাঁচতে হবে’।
নেটিজেনরা অনেকেই মনে করছেন অভিনেত্রী বোঝাতে চাইছেন রাজ কুন্দ্রার গ্রেফতারি এবং পারিপার্শ্বিক জটিলতার মধ্যে তিনি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন। গত কয়েক বছর ধরে পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে বিদেশের প্লাটফর্মে আপলোড করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেই জন্য তাকে গত ১৯ জুলাই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার চার দিন পর তার স্বামীর গ্রেফতার বিরুদ্ধে কোনও যুক্তি খাড়া না-করলেও অন্যভাবে মুখ খুললেন।