লন্ডন: নগর সভ্যতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছ কাটার পরিমাণ বাড়ছে। তার থেকে নিস্তার পাচ্ছে না অ্যামাজনের (Amazon) জঙ্গলও। বিশ্বের অন্যতম ফুসফুস অ্যামাজনের জঙ্গল (Forest) সঙ্কটের মুখে। তাঁকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট হওয়ার দাবি উঠল। ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে এসেই এই বিষয়ে সরব বিশ্ব নেতারা। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ব্রাজিলের (Brazil) প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (Luiz Inacio Lula da Silva) বলেন, রাজা তৃতীয় চার্লস তাঁকে অনুরোধ করেছেন, অ্যামাজনকে রক্ষা করতে হবে। তিনি শনিবার বলেন, ব্যক্তিগতভাবে তাঁকে এই বিষয়ে যত্ন নিতে বলেছেন রাজা। লুলা ও ব্রিটিশ রাজা লন্ডনের বাকিংহাম প্যালেসে শুক্রবার সন্ধ্যায় দেখা করেন (Lula and the British monarch )। লুলা লন্ডনে সাংবাদিক সম্মেলন করে বলেন, প্রথম কথা যেটা রাজা আমাকে বলেন তা হল অ্যামাজনের যত্ন নেওয়া উচিত। আমি জবাবে বলেছি আমার সাহায্য দরকার।
বৃষ্টি অরণ্যের (Rain Forest) ৬০ শতাংশ ব্রাজিলে অবস্থিত। শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বৈঠকের পরে ব্রিটেন অর্থ সাহায্যের ঘোষণা করেন। শনিবার লুলা উন্নতশীল দেশগুলিকে আহ্বান করেন, যাতে আবহাওয়ার জরুরি অবস্থাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। উল্লেখ্য, গত নভেম্বর মাসে মিশরে রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সম্মেলনে সম্পদশালী দেশগুলিকে তুলোধনা করেন লুলা। ২০০৯ সালে উন্নত দেশগুলি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি। প্রতি বছর তাদের ১০০ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি ছিল। বিশ্বের গরিব দেশগুলিকে গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত সমস্যা দূর করার জন্য ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Chhattisgarh Liquor Scam | ছত্তিশগড়ে ২ হাজার কোটির আবগারি দুর্নীতির হদিশ ইডি-র
লুলা বলেন, এই উন্নত দেশগুলিতে ২০০ বছর আগে শিল্পায়ন শুরু হয়েছিল। সেসময় জঙ্গল নষ্ট করে দেওয়া হয়। তাদের প্রকৃতির প্রতি ঋণ রয়ে গিয়েছে। তাই তাদের এগিয়ে আসা উচিত। যাতে আমরা জঙ্গল রক্ষা করতে পারি। লুলা জানুয়ারি মাসে ক্ষমতায় এসেছে। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সালের মধ্য তিনি দুবার ক্ষমতায় এসেছিলেন। ২০৩০ সালে বেআইনি জঙ্গল নিধন রদ করা ও অ্যামাজনকে রক্ষা করতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ব্রাজিলের ক্ষমতায় বলসোনারো থাকার সময় গাছ কাটার সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। একইসঙ্গে রাজা চার্লসের রাজ্যাভিষেকের সময় লুলা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেন।