গ্ল্যামার, লাইমলাইট, ঝাঁ চকচকে দুনিয়া মানেই বলিউড (Bollywood) তারকা (Celebrities)। আর সেই স্টারদের নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। সিনেমা তো বটেই, নায়ক-নায়িকাদের একেবারে ড্রইং রুমের চর্চাতেও বেশ মেতে থাকেন ভক্তরা। বিশেষ করে অভিনেত্রীদের নিয়ে আমজনতার উৎসাহ খানিকটা বেশিই থাকে। বলিউডের সেলেবরা কোটি টাকার নেকলেস (Expensive Jewellery) থেকে লাখ টাকার ব্যঙ্গেলে তাক লাগিয়ে দেন। আসুন দেখে নিন কোন অভিনেত্রীর গয়না কত টাকার।
দীপিকা
অস্কারে দীপিকার গলার নেকলেস হয়ে উঠছেছিল পেজ থ্রি-র চর্চার বিষয়। দেখতেও যেমন সুন্দর দামটাও ততধিক সুন্দর। রিপোর্ট অনুযায়ী, দীপিকার ওই নেকলেসের দাম ছিল আট লাখ।
আরও পড়ুন: Jawan | Shahrukh Khan | Atlee Kumar | কিং খানের রসিকতা
আলিয়া
জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়ার উপস্থিতি সকলের নজর কেড়েছিল। সূত্রের খবর, তাঁর গলার ওই হিরের নেকলেসের দম ছিল চার লাখ টাকা। এছাড়াও কপুর পরিবার থেকেও অতিমূল্যবান গয়না উপহার পেয়েছেন রনবীর ঘরণী।
ক্যাটরিনা
সেলেবদের এনগেজমেন্ট রিং-এর দাম শুনলে ভিরমি খান সাধারণ মানুষ। ক্যাটরিনা কইফ না কি আট লাখ টাকার এনগেজমেন্ট রিং দিয়েছিলেন বেটারহাফ ভিকি কৌশল।
প্রিয়াঙ্কা
বলিউড তারকাদের পোশাক থেকে সাজসজ্জা সহ সব ক্ষেত্রেই একটা স্পেশাল টাচ থাকে। ২০২৩-এর মেট গালা ফ্যাশন ইভেন্টে নজর কেড়েছে প্রিয়াঙ্কার গলার হিরের নেকলেস। একাধিক রিপোর্ট মোতাবেক, দেশি গার্লের গলায় বুলগারি ব্র্যান্ডের সবচেয়ে দামি হিরেটাই ছিল তাঁর গলায়। ব্লু ডায়মন্ডের মূল্য প্রায় ২০৪ কোটি। সূত্রের খবর, প্রিয়াঙ্কার গলার এই হিরের নেকলেস না কি নিলামে উঠবে।