আজ বিশ্ব হাসি দিবস (World Laughter Day)। প্রতিবছর মে মাসের প্রথম রবিবার পালন করা হয় বিশ্ব হাসি দিবস। নিজের জন্য হোক বা অন্যের জন্য হাসির বিকল্প কিছুই হয় না। হাসির চেয়ে ভালো ওষুধ এই জগতে আর হয় না। হাসলে মন শরীর সব ভালো থাকে। মেজাজ ভালো থাকে শারীরিক ব্যথা কমায়। কোনও মানসিক চিন্তা ভাবনা থেকে মুক্তি দেয় হাসি। তাই এই বিশ্ব হাসি দিবস নিঃসন্দেহে বিশেষ একটা দিন। কিন্তু কবে থেকে আর কেন চালু করা হয়েছিল এই বিশেষ দিনটি? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Ice Facial | Skin Care Tips | কাদের ত্বকে মারাত্মক ক্ষতি করে আইস ফেসিয়াল দেখেনিন এক নজরে
প্রতিবছর মে মাসের প্রথম রবিবার পালন করা হয় বিশ্ব হাসি দিবস। ১৯৬৩ সালে হার্ভি বল প্রথম কিছু ব্যবসায়ীক কারণে তৈরি করেন স্মাইলি বা হাসি-র চিহ্নটি। এরপরেই কোনও ভালো কিছু বোঝাতে বা উৎসাহ দেওয়ার জন্য জনপ্রিয় হয় এই চিহ্নটি।
প্রথম ১৯৯৯ সালে সেই চিহ্নকে সামনে রেখে পালিত হয় ওয়ার্ল্ড স্মাইল ডে বা বিশ্ব হাসি দিবস। এবং ২০০১ সালে হার্ভি মারা গেলে পরে ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশনের তরফ থেকে তাঁর শ্রদ্ধা, স্মরণে প্রত্যেক বছর দিনটি পালন করা হয়। তবে, অন্য আরেকটি সূত্র থেকে জানা যায় যে, ড. মদন কাটারিয়ার ১৯৯৮ সালে প্রথম চালু করেন বিশ্ব হাসি দিবস।