নিউইয়র্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। রবিবার টেক্সাসের (Texas) একটি শপিং মলে (Mall) চলে এলোপাথাড়ি গুলি। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ন’জনের (Nine People) মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও সাত (Seven)। এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে বন্দুকবাজ হামলা চালায়। যাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়ঙ্কর হামলা বলে উল্লেখ করেছে টেক্সাস পুলিশ।
আরও পড়ুন: King Charles III’s coronation ceremony | এলিজাবেথের অভিষেকে গিয়ে নিন্দার মুখে পড়েছিলেন স্বয়ং নেহরু
টেক্সাসের পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় দুপুর সাড়ে তিন’টের এক বন্দুকবাজ হামলা চালায় ওই মলে। এক পুলিশ অফিসার সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি আচমকাই পরপর গুলির শব্দ শুনতে পান। এরপর তিনি গুলির শব্দ আন্দাজ করে আততায়ীকে খুঁজে বের করে গুলি চালিয়ে তাকে খতম করেন। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, ওই মলে কোনও দ্বিতীয় বন্দুকবাজ রয়েছে। শুরু হয় জোর তল্লাশি। ড্রোনে নজরদারি চালানোর পাশাপাশি গোটা মল জুড়ে চিরুনি তল্লাশি চালানো হয়। কিন্তু আর কোনও আততায়ীর সন্ধান মেলেনি। নিহত আততায়ীর পরিচয়, কোন উদ্দেশ্যে সে হামলা চালিয়েছিল তা জানা যায়নি।
টেক্সাসে বন্দুকবাজের হামলার ঘটনা নতুন নয়। প্রায়ই সেখানে কোনও না কোনও এলাকায় এমন গুলি চালনার খবর প্রকাশ্যে আসে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, রেহাই পান না কেউ। শুধু টেক্সাস নয়, আমেরিকার একাধিক প্রদেশেই আকছার সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করা হয়। আমেরিকায় পিস্তল নিজের কাছে রাখার অনুমতি সকলেরই আছে। তাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও তুলনামূলক বেশি।