বেলুড়: বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) সহ ভার্চুয়াল এবং অন্য মাধ্যমে স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda), শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও সর্বোপরি রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) নিয়ে ভুল ও মিথ্যে তথ্য ও ঘটনাকে সত্য বলে চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এই প্রবণতা বন্ধ করতে এবার উদ্যোগী হল বেলুড়মঠ।
বেলুড় মঠে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সূচনা হল রামকৃষ্ণ মিশনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ভক্ত সহ সাধারণ মানুষ মঠ ও মিশন এবং শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও সারদা মা সম্পর্কে যে কোনও তথ্য যাচাই করে নিতে পারবেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মে মঠ, মিশন এবং ওই তিনজনের সম্পর্কে লিখিত সমস্ত বই, তথ্য, বেলুড়মঠের ইতিহাস এবং সারা বিশ্বে রামকৃষ্ণ মিশন ও মঠের যত শাখা কেন্দ্র রয়েছে সেগুলির কার্যকলাপও বিস্তারিত জানা যাবে। মঠ ও মিশন সংক্রান্ত সমস্ত জিজ্ঞাস্য বিষয় এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন ভক্তরা। স্বামীজি ও অন্যদের লেখা যাবতীয় বই ও রচনা এই ডিজিটাল প্ল্যাটফর্মেই দেখা যাবে বলেও এদিন সাংবাদিক সম্মেলনে জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। তিনিই এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনা করেন।
আরও পড়ুন: Mamata Banerjee | ফের বিজেপি বিরোধী জোটের আহ্বান মমতার
পরিব্রাজক স্বামী বিবেকানন্দ বহু দেশ ঘুরেছেন। শিকাগো ধর্ম মহাসভা থেকে ফিরে আসার পরও তিনি বহু জায়গায় ঘুরেছেন, থেকেছেন। সেই সমস্ত জায়গার জিও ম্যাপিং সহ স্বামীজির অবস্থানকালের সমস্ত ঘটনা ‘গুগল আর্থের’ মাধ্যমে চিহ্নিত করা হবে। সেগুলি ভার্চুয়াল মাধ্যমে সাধারণের দেখার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বামী সুবীরানন্দ জানান। তিনি আরও জানান, ইন্টারনেটের মাধ্যমে ভক্তরা ও সাধারণ স্বামীজির পরিভ্রমণের পথ ও জায়গাগুলি জানতে পারবেন, দেখতে পারবেন। বেলুড় মঠের এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটটি হল http://publication.rkmm.org।