কলকাতা : রাজভবনে তলব করা হল বিধানসভার স্পিকারকে। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ রাজ্যপাল জগদীপ ধনখড় তলব করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার অধ্যক্ষকে তলবের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল। রাজনৈতিক মহলের অনুমান, স্পিকারের সঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা হতে পারে জগদীপ ধনখড়ের। বিধানসভার শুরুতে রাজ্যপালের ভাষণ চলাকালীন তাঁর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে স্পিকারের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে রাজ্যপালের। মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পর থেকে দলত্যাগ বিরোধী আইন নিয়ে রাজ্যসরকারের সঙ্গে মতবিরোধ চলছে রাজ্যপালের। তাঁর বক্তব্য, অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও দলত্যাগ বিরোধী আইন সমান ভাবে প্রযোজ্য।
আরও পড়ুন: বাংলায় দলত্যাগ বিরোধী আইন প্রয়োগে আদালতে যাচ্ছে বিজেপি
মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই তাঁকে চাপে ফেলতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য তত্পর হয়েছে বিজেপি। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে এই আইন কার্যকর করার জন্য শুভেন্দু আধিকারী সরব হয়েছেন। অন্যদিকে শাসকদলের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল সেই সময় দলত্যাগ বিরোধী আইনের প্রয়োজনীয়তা ছিল না বিজেপির কাছে ? দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। রাজ্যে এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে আদালতেও মামলা করে তাঁরা। যদিও রাজ্যপাল এই প্রসঙ্গে বিরোধীদের পাশে থেকে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। দলত্যাগ বিরোধী আইন নিয়েই শুক্রবার রাজভবনে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত মিলছে। ভোটের আগেও এ রাজ্যে রাজ্যপালের ভূমিকায় জগদীপ ধনখড়। সেই সময় বিপুল পরিমাণে রাজ্যে দলবদলের প্রবণতা দেখে হতবাক হলেও সেই ব্যাপারে মুখ খোলেননি তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1418409516576645127