নয়াদিল্লি: জঙ্গি সংগঠনগুলির (Terror Groups) কথাবার্তা আদানপ্রদানের জন্য ব্যবহৃত ১৪টি মোবাইল অ্যাপ (Mobile App) নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার (Centre)। জঙ্গি কার্যকলাপ রোধে যা এক বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান (Pakistan) থেকে এইসব অ্যাপে কাশ্মীরি জঙ্গিদের নির্দেশ পাঠানো হতো। নিষিদ্ধ অ্যাপগুলি হল ক্রিপভাইসার, এনিগমা, সেফসুইস, উইকারমি, মিডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, নান্ডবক্স, কোনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।
সরকারি এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, তদন্ত শুরু করার পরেই দেখা যায়, অধিকাংশ অ্যাপেরই নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়। তাই এগুলোর মাধ্যমে সীমান্তের ওপার থেকে কী নির্দেশ দেওয়া হচ্ছে, তা পুরোপুরি স্পষ্ট হয়নি তদন্তকারীদের কাছে। এর পরেই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত কয়েক বছর ধরে, সরকার জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের যোগাযোগ নেটওয়ার্ক সমূলে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। যে অ্যাপগুলি ব্লক করা হয়েছে, সেগুলির বিভিন্ন দেশে সার্ভার রয়েছে, সেই কারণে তাদের ঠিকানা বের করা কঠিন হয়ে যায়। এছাড়াও, ভারী এনক্রিপশনের কারণে এই অ্যাপগুলিকে আটকানোর কোনও উপায় নেই।
আরও পড়ুন: Karnataka Assembly Election | কর্নাটকের ভোট ইস্তাহারে ধর্মের তাস বিজেপির
জঙ্গি মামলার তদন্তে জড়িত একজন ঊর্ধ্বতন সরকারি আধিকারিক জানান, একাধিক অভিযানে নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে এই সমস্ত অ্যাপগুলি দেখা গিয়েছে৷ তদন্তের সময়েও জানা গিয়েছে, এই অ্যাপগুলি পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলির এজেন্ডা ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও, গ্রেফতার হওয়া বেশ কয়েকজন জঙ্গির ফোনে এই অ্যাপগুলির মধ্যে অন্তত একটি অ্যাপ পাওয়া গিয়েছে।