ইস্তানবুল: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের (ISIS) ‘সন্দেহভাজন নেতা’ খতম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান (Turkish President Recep Tayyip Erdogan) এই খবর জানিয়েছেন। তুরস্কের (Turkey) এমআইটি গোয়েন্দা সংস্থা সিরিয়ায় (Syria) এক অভিযান চালিয়েছে সন্দেহভাজন আইসিস নেতাকে খতম করেছে। দায়েশের এই নেতার ছদ্মনাম ছিল আবু হুসেইন আল কুরেশি (Abu Hussein al-Qurashi)। গত শনিবার সিরিয়া এমআইটি অভিযান চালিয়ে তাকে নিকেশ করে। টেলিভিশনে একথা স্বয়ং ঘোষণা করেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আইসিস তাদের পূর্বতন প্রধান আবু হাসান আল হাসিমি আল কুরেশির মৃত্যু কথা জানিয়েছিল। তারপরই জঙ্গি সংগঠনের দায়িত্ব নেয় আবু হুসেইন আল কুরেশি।
সংবাদ সংস্থা এএফপির উত্তর সিরিয়ার সংবাদদাতা জানান, তুরস্কের গোয়েন্দা সংস্থা, স্থানীয় মিলিটারি পুলিশের যৌথ অভিযান চলে আফরিন অঞ্চলের জিন্দেরেজ এলাকায়। স্থানীয় বাসিন্দারা সংবাদ প্রতিনিধিকে বলেছেন, একটি পরিত্যক্ত খামারে অপারেশন শুরু হয়। সেখানে মাদ্রাসা চালাত জঙ্গিরা। প্রসঙ্গত, গত তিন বছর ধরে উত্তর সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক। গোটা এলাকা এখন তারাই নিয়ন্ত্রণে রেখেছে।
আরও পড়ুন: Kerala Story | ‘কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক তুঙ্গে, সঙ্ঘের কারসাজির অভিযোগ বাম-কংগ্রেস দুপক্ষেরই
আইসিসকে দমন করতে গত এপ্রিলে উত্তর সিরিয়ায় আমেরিকা (US) হেলিকপ্টার অভিযান চালিয়েছিল। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠন ইউরোপ এবং আরব উপকূলে হামলার ছক কষেছিল, এই অভিযোগ আমেরিকার। তখনই বিমান হানায় আইসিসের তৎকালীন শীর্ষ নেতা আবু আল হাদি মাহমুদ আল হাজিকে খতম করে আমেরিকা। ওই মাসেই সিরিয়ায় হামলা চালিয়ে আইসিস জঙ্গিরা ২৪ জন নাগরিক সহ ৪১ জনকে প্রাণে মারে। ওই হামলার নাটের গুরুকেও বাইডেন বাহিনী নিকেশ করেছিল সেবার।
গোটা বিশ্বকে ইসলামের ছাতার তলায় আনার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। বেশ কিছু দেশে তারা পরিকল্পিত হামলা চালিয়েছে। পাকিস্তান, পাক অধিকৃত পাকিস্তান, এমনকী কাশ্মীরেও (Kashmir) সক্রিয় রয়েছে তারা। ভারতের (India) অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় আইসিসের স্লিপার সেল এবং লস্কর ও জয়েশের সঙ্গেও তাদের প্রত্যক্ষ যোগ রয়েছে।