নিউ ইয়র্ক: মাসের শেষ রবিবার আর বেলা ১১টা মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) রেডিও টক শো মন কি বাত (Mann Ki Baat, Radio Talk Show)। আগামিকাল ৩০ এপ্রিল প্রতি মাসের মতোই মন কি বাতের সরাসরি আসর বসবে অগণিত দেশবাসীর উদ্দেশে। কিন্তু এবার বিশেষ কারণে আলাদা। ৩ অক্টোবর ২০১৪, মন কি বাতের প্রথম এপিসোড (Episode) সম্প্রচারিত হয়েছিল। তারপর থেকে মাঝে কেটে গিয়েছে আট বছরের বেশি সময়। আগামিকাল এবছরের এপ্রিলের মাসে শেষ তারিখ রবিবার পড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির রেডিও টক শো মন কি বাতের ১০০তম এপিসোড অনুষ্ঠিত হতে চলেছে। ঐতিহাসিক এক মুহূর্তের (Historical Moment) সাক্ষী হতে চলেছে গোটা দেশ। প্রধানমন্ত্রী মোদির এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত (Broadcast) হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে (Head Quarter of United Nations)।
আরও পড়ুন: Netron Lake | রহস্যময় এই হ্রদে নামলেই পাথর হয়ে যায় পশু-পাখি, কেন?
রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভারতের স্থায়ী দূতাবাস (Permanent Mission of India in UN) তরফে এবিষয়ে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে টুইটারে (Micro-blogging Website Twitter) বিশেষ বার্তা দেওয়া হয়েছে সকলের উদ্দেশে। টুইটে (Tweet) বলা হয়েছে – “ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে হোন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১০০তম পর্ব রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে (Trusteeship Council Chamber) ৩০ এপ্রিল সরাসরি সম্প্রচারিত (Live Broadcast) হবে।”
Get ready for a historic moment ? as the 100th episode of PM Modi’s “Mann Ki Baat”?️ is set to go live on April 30th in Trusteeship Council Chamber at @UN HQ!
? #MannKiBaat has become a monthly national tradition, inspiring millions to participate in ??’s developmental journey pic.twitter.com/6ji4t1flmu
— India at UN, NY (@IndiaUNNewYork) April 28, 2023
৩০ এপ্রিল ভারতে দুপুর ১১টার সময় যখন মোদির মন কি বাত রেডিও টক শো’র ১০০তম পর্ব সম্প্রচার হবে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে (United States America – USA) রবিবার হলেও, স্থানীয় সময় অনুযায়ী তখন ভোররাত ১টা ৩০ মিনিট হবে। এই কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে মন কি বাতের শততম পর্ব। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী দূতাবাস তরফে এটাও বলা হয়েছে, মন কি বাত একটি মাসিক জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে, যা লক্ষ লক্ষ ব্যক্তিকে ভারতের উন্নয়নমূলক যাত্রায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে চলেছে। পাশাপাশি, মন কি বাত নিয়ে ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি স্পেশ্যাল ভিডিয়ো প্যাকেজ (Special Video Package) টুইট করা হয়েছে।
As #MannKiBaat goes global with a live broadcast at UN Headquarters, let’s take a moment to appreciate the impact it has had in promoting inclusivity and public participation. pic.twitter.com/YgJwwJ8fe5
— India at UN, NY (@IndiaUNNewYork) April 29, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় এই অনুষ্ঠান উপলক্ষে আমেরিকা সহ গোটা বিশ্বে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের (Non-Resident Indians – NRIs) সঙ্গে যুক্ত হবে ভারতীয় দূতাবাস। এই উপলক্ষে আমেরিকায় নিউ জার্সিতে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মাসের শেষ রবিবার নিয়ম মাফিক ৩০ মিনিটের মন কি বাত অনুষ্ঠান দুই সরকারি সংবাদমাধ্যম অল ইন্ডিয়া রেডিও (All India Radio – AIR) এবং দুরদর্শনে (Doordarshan – DD) সম্প্রচারিত হয়। এবার ১০০তম পর্ব উপলক্ষে ১০০ টাকার বিশেষ কয়েন প্রকাশিত হবে। এই বিশেষ স্মারক কয়েন (Commemorative Coins) ইচ্ছুক ব্যক্তিরা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনতে পারবেন।