দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অশান্তি আর আভ্যন্তরীন সংকটের জেরে বিপর্যস্ত আফ্রিকা, ঘরে চলমান অশান্তির জেরে নিজেদের ভিটে মাটি ছেড়ে ইউরোপের উদ্দেশে রওনা হয়েছেন অসংখ্য আফ্রিকান। দুর্গম মরুভুমি আর ভমধ্যসাগরের পাড়ি দিতে গিয়ে মৃত্যু নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এবার সেই একই পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাল ১৭ জন বাঙালিও। আন্তর্জাতিক রেডক্রস সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার তিনিউশিয়া থেকে ইতালি যাওয়ার জন্য ভূমধ্যসাগর অতিক্রম করছিল একটি জাহাজ। সেই জাহজে আফ্রিকার বিভিন্ন দেশ ছাড়াও বেশ কয়েক জন বাঙালিও ছিলেন। তারা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাংলাদেশ ছাড়াও ওই জাহাজে ছিল মালি, সুদান, এরিট্রিয়া এবং মিশরের বাসিন্দারাও।
আরও পড়ুন: জাতীয় সংবাদমাধ্যমের অফিসে এজেন্সি পাঠিয়ে মুখবন্ধ করার চেষ্টা করছে বিজেপি : মমতা
বুধবার ভমধ্যসাগরে জুওয়ারা নামক একটি স্থানে দূর্ঘটনাটি ঘটে। ওই জায়গাটি লিবিয়া উপকূলের উত্তর-পশ্চিম দিওকে অবস্থিত বলে জানা গিয়েছে। বহু মানুষের মৃত্যু হলেও ৩৮০ জনকে উদ্ধার করা গিয়েছে। এমনটাই জানিয়েছে রেডক্রস। সম্প্রতি ভূমধ্যসাগর পেরোতে গিয়ে তিনিঊশিয়া-লিবিয়ায় ডুবে মৃত্যু হয়েছে অসংখ্য আফ্রিকান পরিযায়ীর। বিগত দিনে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। দাবি রেডক্রসের।
আরও পড়ুন: ১৬ অগাস্ট খেলা দিবস পালন করা হবে : মুখ্যমন্ত্রী
রাজনৈতিক অশান্তি ও দারিদ্রের হাত থেকে বাঁচতে ইউরোপের বিভিন্ন শহরে পারি দিত ওরা। কিন্তু মাঝ সমুদ্রেই সলিল সমাধি এখন সেই যাত্রা পথের দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে।