কলকাতা: ফের শহর কলকাতায় বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক। বাজার থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্র দোকান রেস্টুরেন্ট সর্বত্র বাধ্যতামূলক করা হচ্ছে স্যানিটাইজার। পরামর্শ দেওয়া হচ্ছে সেফ ডিসটেন্স বজায় রাখার। করণের বৃদ্ধির হার নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই করোনা সংক্রান্ত এই গাইড লাইন প্রকাশ পেয়েছে বলেই জানিয়েছেন, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ।
কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পড়া বাজারে বাজারে মাইকিং করা। কলকাতা পৌর সংস্থায় যারা আসবেন তারা মাস্ক পড়তে হবে। মাস্ক পড়া ব্যাপক ভাবে চালু করার সিদ্ধান্ত। যারা স্বাস্থ্য কেন্দ্র আসবেন তারাই মাস্ক পড়ে আসবেন। যারা আক্রান্ত হচ্ছেন তার মধ্যে ৮০শতাংশ ভ্যাকসিন নিয়েছে। আমরা তৃতীয় ডোজের ভ্যাকসিন চেয়েছি। সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাস্ক পড়া, হাত ধুয়া, সংক্রমণ না ছড়িয়ে পড়ে তার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান ডেপুটি মেয়র। আজকে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগকে নিয়ে বৈঠক। স্বাস্থ্য বিভাগ কে নিয়ে বৈঠকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিষয়ক কমিটির কাছে জানতে চেয়েছেন বর্তমান অবস্থার বিষয়টি। তারা জানিয়েছেন, বর্তমানে করণা সংক্রমণ পেন্ডেমিক থেকে এন্ডেমিক এর দিকে যাচ্ছে। বিদেশ থেকে প্রচুর লোক আসছে। সেটা কেন্দ্রীয় সরকার দেখবেন। সংখ্যা নগণ্য কিন্তু সংখ্যা যাতে বৃদ্ধি না হয় তার জন্যই ব্যাবস্থা গ্রহন করা। সামনেই ঈদের বাজার চলছে। তাই বাজারে বাজারে মাইকিং করে মাস্ক পড়তে বলা হবে। আগামীকাল থেকে এই মাস্ক পড়ার প্রচার চলবে।
আরও পড়ুন: Adityanath | আর কোনও মাফিয়া ভয় দেখাতে পারবে না, আশ্বাস যোগীর
কলকাতা পৌর সংস্থার ১৪৪ টি ওয়ার্ডে পথ কুকুর কে ভ্যাকসিনের করা হয়েছে। ১৪৪ টি ওয়ার্ডে কোভিড সেন্টার খোলা হয়েছে। যেখানে কেউ টেস্ট করতে চাইলে গিয়ে টেস্ট করতে পারবেন বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।