ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, আপনাদের সঙ্গে আমি অমৃতা।
কেউ একজন লটারিতে (Lottery) এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়?
লটারিতে এক কোটি টাকা জিতলে কত টাকা পাবেন?
* ১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে। সেই টাকার পরিমাণ নেহাতই কম নয়।
* ১৯৬১-র ১৯৪বি ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়।
* ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০ শতাংশ TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২ শতাংশ পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: Talk on Facts | Train Horn | ট্রেনের কোন হর্ন কী কারণে বাজে, জেনে নিন টক অন ফ্যাক্টসে
* লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে অনেকে ট্যাক্স কনসালট্যান্ট-এর সাহায্য নেন।
* কিছুদিন আগেও একজন লরিচালক ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন। মাত্র ৪৯ টাকায় দল সাজিয়ে তিনি এই বিপুল অঙ্কের পুরস্কার জিতেছিলেন।
আমাদের টক অন ফ্যাক্টস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর টক অন ফ্যাক্টস দেখতে চোখ থাকুক কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।