Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
রাহুলের ‘টিম’ মন্ত্রে মজেছে সকলে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১, ১১:১৬:১৪ পিএম
  • / ৬২৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ড-গুগল সার্চ ইঞ্জিন বলছে ৮৭৬৩ কিলোমিটার দূরত্ব। শ্রীলঙ্কায় যখন দ্রাবিড়-ধাওয়ানের ভারত লড়ে যাচ্ছে, তখন ইংল্যান্ডের ডারহামের ইউনিভার্সিটি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলছিল শাস্ত্রী – কোহলির ভারত। কিন্তু সেখানে ল্যাপটপে শ্রীলঙ্কায় দলের লড়াই লাইভ স্ট্রিমিংয়ে উপভোগ করেছেন রোহিত-কোহলি-শাস্ত্রী-রাহানেরা। আর বিসিসিআই তাদের সাপোর্ট স্টাফ দিয়ে নিজেদের পোর্টালে দুটি ভিডিও আপলোড করে সাড়া ফেলে দিয়েছে।

প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, প্রস্তুতি ম্যাচ ডারহামে চলার মাঝেই ল্যাপটপে শ্রীলঙ্কায় কি চলছে, তা ভীড় করে সকলে দেখছেন। বিরাট কোহলি আর শাস্ত্রী যখন দেখছিলেন, তখন অজিঙ্কা রাহানেও ছিলেন। আবার একটা সময় রোহিতকে দেখা গেছে বাকিদের সাথেই।

শ্রীলঙ্কায় ভারতীয় দলের জয় দেখে উল্লোসিত ইংল্যান্ডে থাকা টিম ইন্ডিয়া। টিম বাসে দেখা গেল, অশ্বিন আর পূজারা চাহারের ফ্যান বনে গেছেন। চাহারের নামে ধ্বনি দিছিলেন।

আরেকটি ভিডিও আপলোড করা হল, শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর। সেখানে সূর্যকুমার যাদব, দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমারের লড়াইয়ে জয়ের পর আছে ম্যাচ নিয়ে তাঁদের প্রতিক্রিয়া।
আর আছে ভারতীয় ক্রিকেটের’দ্য ওয়াল’নামে খ্যাত এই দলের কোচ রাহুল দ্রাবিড়ের ড্রেসিরুমের ভাষণ। মোটিভেশন বাড়িয়ে দেওয়ার কাজটা তিনি করেই চলেছেন।

তাঁকে বলতে শোনা গেল,’দেওয়ালে পিঠ ঠেকে গেলেও, টিম খেলেছে চ্যাম্পিয়নের মতন। আমরা সঠিকভাবে সাফল্য পেয়েছি। অবিশ্বাস্য লড়াই করেছো সকলে। দুর্দান্ত লড়াই। আমরা যদি জিততে নাও পারতাম, তাহলে যে লড়াইটা আজ করেছে সকলে-তাই স্মরণীয়। এক কথায় অনবদ্য। তোমরা সকলে সত্যিই দারুণ খেলেছো।’

রাহুল বলেছেন,’আমরা জানতাম, বিপক্ষ এই ম্যাচে পাল্টা আঘাত হানার জন্য মরিয়া চেষ্টা করবে। প্রতিপক্ষকে আমরা সমীহ করি। এই দলও তো একটি ইন্টারন্যাশনাল শক্তি। ওরা পাল্টা জবাব দিতে শুরুও করে। আমরা কিন্তু সেই জবাবের পাল্টা দিয়ে, চ্যাম্পিয়নের মতো খেলেই ম্যাচটি জিতেছি।’

আরও পড়ুন: India vs Sri Lanka: ম্যাচ আর সিরিজ জয় রাহুল – শিখরদের

একটা সময় ভারতীয় দলের স্কোর ছিল: ৭ উইকেটে ১৯৩ রান। এরপর চাহার চমক দেখান। ভিডিওতে বলেন, ‘৫০ ওভার ফিল্ডিং করতে হয়েছে। সুযোগ আসে না। এই ম্যাচে ব্যাট করার সুযোগ আসতেই তা কাজে লাগাতে পেরে খুশি। দলের জয় এসেছে। উইনিং স্ট্রোকটি আমার ব্যাট থেকে আসায় আরও খুশি।’

দীপক চাহার (৬৯) এবং ভুবনেশ্বর কুমার (১৯) মিলে অষ্টম উইকেটে ৮৪ রানের জুটি সাজিয়ে ম্যাচটি ৫ বল বাকি থাকতে জিতে নিয়েছিল।

কোচ রাহুল কিন্তু দলকে বেশি প্রাধান্য দেন। সেই খেলার সময় থেকেই। কোচের দায়িত্বে বসে সেটাই আবার ফিরিয়ে এনেছেন। ভিডিওটিতে বলেছেন,’দলের কোনও একজনকে নিয়ে বলার সময় এটা নয়। এটা দলের সাফল্য। মানছি, ম্যাচে বেশ কয়েকজন ভালো পারফম্যান্স করেছে। শেষদিকে যেভাবে লড়ে ম্যাচ জিতেছে, তা অনবদ্য। তবুও বলবো, এটাই দলের শক্তি। আমরা দল হয়ে খেলতে পারছি।’

সূর্যকুমার যাদব বলেছেন, জীবনের সেরা ম্যাচে আমি খেলেছি-এটাই প্রাপ্তি। নিজের চোখে দেখছি এ ম্যাচ। অবিশ্বাস্য জয়।’

তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচ শুক্রবার। নিয়মরক্ষার ম্যাচেও জিততে মরিয়া রাহুল-শিখররা। জয়ের ছন্দ হাতছাড়া করতে চান না ওঁরা।

ছবি: সৌ – টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মে মাসে কেরিয়ারে বড় উন্নতি হবে ৫ রাশির জাতকের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
আচমটাই ঝড়-বৃষ্টি মেদিনীপুর জুড়ে, বাকি জেলায় কবে?
বুধবার, ১ মে, ২০২৪
নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা সোহম, ভর্তি হাসপাতালে
বুধবার, ১ মে, ২০২৪
বিশ্বকাপে খেলতে পারেন রিঙ্কু, আছে আইসিসির এই নিয়ম
বুধবার, ১ মে, ২০২৪
খড়গ্রামের ঘটনায় গ্রেফতার ৭, এখনও অধরা অনেকে
বুধবার, ১ মে, ২০২৪
কুণাল কি বড় পদক্ষেপ করতে চলেছেন, জল্পনা তুঙ্গে
বুধবার, ১ মে, ২০২৪
কাল, বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের ফল প্রকাশ
বুধবার, ১ মে, ২০২৪
ভোটদানের হার বাড়ল কী করে? প্রশ্ন মমতার
বুধবার, ১ মে, ২০২৪
আমাকে কি অগ্নিপরীক্ষা দিতে হবে, প্রশ্ন কুণালের
বুধবার, ১ মে, ২০২৪
বুধবার, ১ মে, ২০২৪
তৃণমূলের পদ খুইয়ে বিস্ফোরক কুণাল
বুধবার, ১ মে, ২০২৪
কর ফাঁকি দেওয়া ৫ লক্ষের সিমকার্ড ব্লক করছে পাকিস্তান
বুধবার, ১ মে, ২০২৪
সলমানের বাড়ির বাইরে গুলি: অভিযুক্তের মৃত্যু
বুধবার, ১ মে, ২০২৪
Aajke | দেশের আইন কানুনের উপর এতটুকুও আস্থা নেই স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের
বুধবার, ১ মে, ২০২৪
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ গেল কুণালের
বুধবার, ১ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team