ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, আপনাদের সঙ্গে আমি অমৃতা।
আচ্ছা, প্রয়োজনে হোক বা অভ্যাসে, বেশিরভাগ মানুষকেই এখন দিনের মধ্যে ১৮ ঘণ্টা মোবাইল (Mobile) বা ল্যাপটপে (Laptop) চোখ রেখে কাটাতে হয়। কারণ পড়াশোনা, বিনোদন, কেনাকাটা, অফিসের কাজ, সবই এখন অনলাইনে। ফলে কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকছেন সকলে। আর তার ফলে বাড়ছে চোখের সমস্যা (Eye Problem)।
একটানা অনেকক্ষণ চোখের পেশির উপর চাপ পড়লে চোখ থেকে জল পড়া, চোখে ব্যথা হওয়া, ক্লান্তি, মাথা যন্ত্রণার মতো নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাহলে নিয়ন্ত্রণ করবেন কী করে দেখে নিন।
কী, টক অন ফ্যাক্টস (Talk on Facts) কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। এবার তাহলে পরের টপিকে চলে যাচ্ছি।
আচ্ছা আমরা বাড়িতে ইনস্টলেশনের জন্য ১, ১.৫ বা ২ টন এসি সম্পর্কে কথা বলি। এই ক্ষমতার একটি এসি (AC) একটি সাধারণ আকারের ঘরকে ঠান্ডা করতে সক্ষম। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একটি ট্রেনের (Train) বগিতে কত টন এসি লাগানো থাকে? যা চলন্ত গাড়িতে ৭২ বা তার বেশি লোককে শীতলতা প্রদান করে। যদি না হয়, আজ আমরা আপনাকে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য টক অন ফ্যাক্টসে জানাব।